★★★★রহমান লতিফ ★★★★★★
রাজীব আজ আমাকে 'সরি' বলেছে,
বিয়ের প্রথম প্রহরে শক্ত খোলোসে লুকানো ভালোবাসা থেকে,
ওকে রাতে করে বাড়ি ফেরার তাড়া দেয়া,
সারাদিন নেটে, ব্লগে,ফেবুতে রাত অবধি জেগে থাকার
বদ অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করা
কম ঘুমে ওর শরীরে আঘাত আনতে পারে
তা বুঝানোর ব্যর্থ প্রচেষ্টায় লেগে থাকা,
লাল টকটকে চোখ নিয়ে মতালের ঘোরে না থাকা,
এসব ভালোবাসার সুখানুভতি দিয়ে নিষেধ করাতে,
ও সজোরে ঝাকুনি দিয়ে আমার শরীরের বিশেষ স্থানে আঘাতে করে,
রাগে দুঃখে অপমানে,বাবার বাড়িতে চলে যেতে চেয়েছিলাম,
কিন্ত রাতে বাড়ি ফিরে রাজীব আমাকে 'সরি' বলেছে।
বিয়ের আজ 'দু বছর হলো আজও রাজীব আমাকে 'সরি'বলেছে,
আজ ওকে বলেছিলাম আমাদের টুনটুনি কে একটু সময় দিতে,
ওর সাথে আজ সারাদিন দু'জন মিলে পার্কে,লেকে ঘুরে বেড়াতে,
আজকের একটি দিনের জন্য বন্ধু,নেট,ব্লগ ছেড়ে-
মেয়েটাকে জড়িয়ে ধরে আদরে আদরে রাখতে,
তাতে তার উপর চাপ তৈরি করার কথা বলে সে আমাকে তীব্র প্রতিবাদে
দু'হাত তুলে আমার শীরীরের বিশেষ স্হানে গুরুতর আঘাত করেছে,
আজ-ই বাবার বাড়িতে চলে যেতে চেয়েছিলাম-
কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে!
রাজীবের কি হবে?তা ভেবে রয়ে গেলাম,
কিন্ত রাতে বাড়ি ফিরে রাজীব আমাকে 'সরি' বলেছে।
জীবনের ক্লান্তি ভুলে গিয়ে একটু সজীব হতে,
কক্সবাজার গিয়ে সমুদ্রের জলে সব ব্যাথা ধুতে,
খুব বেশি আবদার কখনো আমার অভ্যাসগত নয়
আজ শুধু সমুদ্র ও প্রকৃতির নিবিড়তার কাছে-
আমাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলাম,
তাতেই রাজীব প্রচন্ড ক্রুব্ধ হয়ে আমার মাথায় সজোরে আঘাত করে,
আজ বাবার বাড়ি নয়,আমাকে ইহকাল ছেড়ে চলে যেতে হয়,
আজ আমার শবদেহের পাশে বিলাপরত হয়ে-
কিংকর্তব্যবিমূঢ় রাজীব ভাগ্য কিংবা বিধাতা নয়,
আজ সে অনুতপ্ত হয়ে সাদা কাফনে ঝড়ানো-
আমার পাশে মৃত্যুশোকে অনুশোচনায় করেছে!
আজ রাজীব,অশ্রুজলে শেষ বারের মত আমাকে 'সরি'বলেছে।
'রহমান লতিফ '
সেপ্টেম্বরে ২০১৮
নোটঃ উচ্চ শিক্ষিত সমাজে নারী নির্যাতনের মতো জঘন্য চিত্র তুলে ধরার প্রয়াস নিয়ে এই কবিতা।[/si
উৎসর্গ- ব্লগার প্রিয় রাজীব নুর ভাই কে
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯