বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সম্প্রতি দেশ সংস্কারের জন্য রেইনবো নেশন তত্ত্বের অবতারণা করেছে। এটি কোনো নতুন তত্ত্ব নয় বরং অনেক বছর পূর্বে আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু সাউথ আফ্রিকায় এই তত্ত্বের মাধ্যমে আফ্রিকাকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন।অন্যদিকে বিএনপি রেইনবো নেশন তত্ত্বের মাধ্যমে ২৭ দফা উত্থাপন করেছে যা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে।
৷ বিএনপির ভাষ্যমতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে নানা ধরণের সংস্কৃতি ও ভাষা বিকশিত হচ্ছে। সবাইকে দেশ, কাল, পাত্র ভেদে ঐক্যবদ্ধ করতে এবং জাতীয়তাবাদী চেতনাকে মূলে রেখে তারা রেইনবো নেশন গড়তে আগ্রহী।
৷ জেন-জি জেনারেশন বলতে মূলত যে সব বাচ্চারা খুব অল্প বয়স থেকে প্রযুক্তির সাথে পরিচিত হয় এবং ব্যবহার শিখেছে তাদেরকে ধরা হয়। ১৯৯৭-২০১০ সালের মধ্যে যাদের জন্ম তারাই মূলত জেন-জি। জেন-জি( গেঞ্জি) জেনারেশন বিএনপির রেইনবো নেশন নিয়ে কি ভাবছে তাই নিয়ে আজকের আলোচনা।
৷ জেন-জি জেনারেশন প্রথম প্রশ্ন তুলেছে সংস্কারের নাম রেইনবো নেশন কেন রাখা হয়েছে? সোজা বাংলায় রেইনবো মানে রঙধনু আর রঙধনু হচ্ছে সাতটি রঙের সমষ্টি। জেন-জি এই সংস্কারের পিছে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। বিশ্বব্যাপী সমকামী আন্দোলন অথবা LGBTQ+ যাই বলি না কেন তা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের সমাজেও অনেকে এই আন্দোলনের পক্ষে কথা বলেন। কিন্তু অধিকাংশ জেন-জি সমাজে নানা ধরণের অপকর্ম যেমন: কিশোর গ্যাং, ইভটিজিং, উগ্রবাদী ক্রিয়াকলাপ, পড়াশোনা না করা, ড্রাগ নেয়ার সাথে সরাসরি জড়িত হলেও বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা জেন জি কে ইসলামের ছায়াতলে আনতে চায় তাদের মাধ্যমে জানতে পেরেছে যে সমকামী বা LGBTQ+ সমর্থনে এখন রেইনবো কালার ব্যবহার হয়। এই রকম একটি ইসলামিক ইউটিউব চ্যানেলের নাম secret revealed। এই চ্যানেলে অপশিক্ষিত জেন-জি কে রেইনবো কালার নিয়ে বারবার সতর্ক করা হয়। সেই চ্যানেল দাবী করে বিভিন্ন নাটক সিনেমায় আমাদের অজান্তে সমকামীদের প্রচারণা চালানো হচ্ছে। রেইনবো কালারের হ্যান্ড ব্যান্ড, হেড ব্যান্ড, রেইনবো কালারের মগ, জামায় রেইনবো লোগো ইত্যাদির মাধ্যমে সমকামী তা প্রমোট করা হচ্ছে। বাধন, জোভানের মতো অভিনেতা রা বিভিন্ন নাটক/ছবির মাধ্যমে এসব সমকামীতা কে প্রচার করছে। ইসলাম ধর্ম মতে সমকামীতা নিষিদ্ধ এবং লুত আ এর কওম কে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল।
শেখ হাসিনার শাসন আমলের শেষ দিকে নতুন ক্যারিকুলাম চালু করা হয়েছিল যেখানে সমকামী মানুষের ব্যাপারে শিক্ষা দানের উদ্দেশ্য কিছু গল্প ছিল৷এর বিরুদ্ধে বাংলাদেশের আলেম সমাজ তীব্র প্রতিবাদ করে এবং ব্রাক ভার্সিটির একজন শিক্ষক সেমিনারে সামাজিক বিজ্ঞান বই তে সমকামী বিষয় নিয়ে লেখা টি ছিড়ে তার ঘৃণা প্রকাশ করেন।
। এসব কারণে বিএনপির রেইনবো নেশন গড়ে তোলার ব্যাপারে জেন-জি ক্রমেই সন্দিহান হয়ে পড়ছে। এক পক্ষ অলরেডী সোশ্যাল মিডিয়া তে ট্রল করছে যে বিএনপি পক্ষান্তরে সমকামী দের সাপোর্ট করছে অন্য পক্ষের কাছে বিষয় টি ভালো না লাগলেও তারা এখনই মন্তব্য করতে রাজি নয়।
। সাধু সাবধান! রেইনবো কালার ব্যবহারে সতর্ক হন। না হলে জেন-জি জেনারেশন আপনাকে সমকামী ট্যাগ দিয়ে বসতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭