আমল করার কিতাব ছিল
দোয়ার কিতাব বানিয়ে দিয়েছো।
অনুধাবন করার কিতাব ছিল
পাঠের কিতাব বানিয়ে দিয়েছো।
জীবিতদের জীবনবিধান ছিল,
মৃতদের ইশতেহার বানিয়ে দেয়া হলো।
যেটা ছিল জ্ঞানের কিতাব,
মূর্খদের হাতে সেটা ছেড়ে দিয়েছো।
সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল এটা
স্রেফ মাদ্রাসার পাঠ্য বানিয়ে দিয়েছো।
মৃত জাতিদের বাঁচিয়ে তুলতে এসেছিল এটা
মৃতের জন্যে দোয়ার কাজে লাগিয়ে দিয়েছো।
হে মুসলমানেরা, এ তোমরা কী করেছো!
শংকর দয়াল শর্মা
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪২