তোমাদের সন্তানেরা তোমাদের সন্তান নয়।
তারা জীবনের নিজের জন্যে কামনার সন্তান।
ওরা তোমাদের মাধ্যমে আসে কিন্তু তোমাদের থেকে নয়।
এবং যদিও ওরা তোমাদের সঙ্গে আছে, তোমরা ওদের মালিক নও।
তোমরা ওদেরকে তোমাদের ভালোবাসা দিতে পারো কিন্তু তোমাদের চিন্তাভাবনা নয়।
কারণ তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে।
তোমরা তাদের দেহকে ঘরে ধরে রাখতে পারো কিন্তু তাদের আত্মাকে নয়,
কারণ ওদের আত্মা বাস করে আগামীকালের ঘরে,
যেটাকে তোমরা দেখতে যেতে পারো না, এমনকি তোমাদের স্বপ্নেও।
তোমরা তাদের মতো হতে চাইতে পারো, কিন্তু তাদেরকে তোমার মতো করতে চেয়ো না।
কারণ জীবন কখনো পেছনে যায় না, গতকালের সাথেও কাল কাটায় না।
তোমরা হলে ধনুক, যা থেকে জীবন্ত তীরের মতো নিক্ষিপ্ত হয়েছে তোমাদের সন্তানেরা।
ধনুর্বিদ লক্ষ্যভেদের চিহ্নটি দেখেন অনন্তের পথের ওপর,
এবং তাঁর শক্তি দিয়ে তোমাদেরকে ততটাই বাঁকান, যাতে তাঁর তিরগুলো দ্রুতগামী দূরগামী হয়।
ধনুর্বিদের হাতে তোমাদের বেঁকে যাওয়াটা সুখের হোক;
কারণ যে তীর উড়ে যায় তাকে তিনি যতটা ভালোবাসেন,
ততটাই ভালোবাসেন সেই ধনুককে যেটা সুদৃঢ়।
কাহলিল জিবরান
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২