আমরা বাঙালীরা নাকি আবেগি জাতি। কথাটা কতটুকু সত্য জানি না, তবে এইটা ঠিক যে পান থেকে চুন খসলে আমরা কাঊকে ছাড়ি নাহ। কোন কিছুতে আমাদের যেমন কাউকে মাথায় তুলে নিতে সময় লাগে নাহ, ঠিক ছুড়ে ফেলে দিতে দিধা বোধ করি নাহ।
ক্রিকেট নিয়ে আমাদের ঊন্মাধনার শেষ নাই, বাংলাদেশ যখন সেমিফাইনালে এই নিয়ে কত হয়চই। নিউজপেপার, অনলাইন, মিডিয়া, ফেসবুক, টেলিভিশন এমন কি ফেসবুকে ও তাদের প্রশংসার কোন কমতি নাই। তো আজকে একটা ম্যাচ হারছে ইতি মধ্য শুরু হয়ে গেছে, অনলাইন ফেসবুকগুলোতে? যেমন সম্য কে বাংলাদেশ দলে রাখার জন্য আপনি কি একমত? সম্য সরকার কি বাংলাদেশ ক্রিকেট টিমে হিন্দু কোটায় চান্স পায়? তামিম মুসফিকদের আরো দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল আরো কত কি? নাসির এর সাথে পাপনের মেয়ের প্রেম নাহ থাকলে এমন হত নাহ? কোথাকার পানি কোথায় নিছে? এক এক জন এর বিশ্লেষণ এর ধরন
এমন মনে হয় ১০ বছর কোন দলের কোচ থেকে সদ্য অবসর নিয়েছেন। খেলাধুলা একটি বিনোদন। হার জিত তাতে থাকবেই।তাতে এত মাতামাতির কি আছে কে জানে??
ক্রিকেট জন্ম যে দেশে, সেই ইংল্যান্ড এর বিবিসি তে আস্যাজ টেস্ট ছাড়া ক্রিকেট আর কোন নিউজ দেখি নাই। আমাদের দেশে তো মনে
হয় অনেক চ্যানেল এ ব্রেকিং নিউজ এইসব দেখানো হয়। তাই মনে হয় জনগনের প্রতিক্রিয়া টা একটু বেশি?
হিন্দি লাগান ছবিতে ক্যপ্টেন রাসেল এইটি বিখ্যাত ডায়লোগে, ভারতীয়দের তুচ্ছ করে বলেছিল এক্স "তুম সালেহ লোগ হামারি পায়ের নিচে রাহেগা"
যাই হোক আমির খান ম্যাচ যিতে তার প্রতিশোধ নিয়েছেন, বুজিয়ে দিয়েছেন কারো পায়ের নিচে থাকার লোক নন। বাংলাদেশ সেমিতে উঠার সময় ইন্ডিয়ান অনেক ক্রিকেটার, বাংলাদেশ দলকে অবজ্ঞাসূচক মন্তব্য করেছে। তো আমরা কি পারতাম নাহ একটা ম্যাচ জিতে ওদের চোখে আংগুল দিয়ে? নাকি জাতি হিসেবে সত্যি আমরা
ঠাট্টা মসকরা আর অবজ্ঞা করার?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৫