জীবন আমার চলছে সোনা তোমার তালে
এইযে আমি যুদ্ধরত তোমার জন্য
নিজের সাথে তোমার সাথে জগৎ জুড়া
জলের ভেতর পলের খেলা ভুলতরঙ্গ
এইযে আমি নি:স্ব পাগল তুচ্ছ খোড়া
এইযে আমি সহজ থেকে সরল থেকে
নিত্য কঠোর কঠিন পথে কাঁকড় মাড়াই
তোমার লাগি আকাশ চুষে স্বপ্ন খুঁজি
কাছের সাগর দু'হাত ভরে দূরে তাড়াই
এইযে আমি খরা বৃষ্টি রোদেল হাওয়া
পরাগত মেঘের সঙ্গে ভাসাই তোমায়
ভ্রান্ত অলিক ইচ্ছে বাণের অভ্রবোধে
পুড়াই সকল ইচ্ছা অথৈ শাসন চিতায়
এইযে আমি তোমার মতো তোমার রঙে
রাঙিয়েছি এই পুড়া মাঠি পাহাড় তৃণ
ধারালো সব হিংস্র স্মৃতির শরৎ কামড়
আমায় করে ভীষণ কেমন মূর্খ্য বুনো
এর কি মানে এর কি কোন মানে আছে
ছিলে আছো থাকবে তুমি সকল কালে
কষ্ট ঘৃণা পাপ অভিশাপ পূণ্য তুমি
জীবন আমার চলছে সোনা তোমার তালে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:১৪