দুষ্ট ঠোঁট
দুষ্ট ঠোঁট
''''''''''''''''''
বিষম অনিদ্রা শেষে
নিঃশব্দ মিথ্যারে এসে ঘুম হয়ে জড়িয়ে নেয়
নির্জন চোখের পালক
কি অঝোর জলের দেশে
আমারে ভাসায়ে দুষ্ট ঠোঁট
অচ্যুত প্রণয় সন্ধ্যায় দৃঢ় কানাকানির পথে তোমার দীঘল প্রয়াণ
ভালাবাসা ভাঙে গড়ে
মনেরও খোরাক আসে নিত্য নিদারুণ
কেবল রক্তের আদর আরেক রক্তের শ্রাবণে হয় শোধ
ফিসফিস থেমে যাবে
দুষ্ট ঠোঁট তোমারও অন্য কোন জামার আস্তিনে... বাকিটুকু পড়ুন