বেঁচে থাকার তুমি এক অপার আশ্বিন
যে নিজেকে পোড়াতে জানে
বিষম অভিমানে একদিন বলেছিলে
সে-ই কেবল অধিকার রাখে ভালোবাসার
একটি ছেঁড়া হৃৎপিন্ড
আর নগ্ন অথচ তৃষ্ণার্ত চাবুক চোখ যুগল নিয়ে
পালিয়ে যেতে যেতে পরিণত যন্ত্রণার মতো
মনসা বউ তুমিই জানিয়ে গেলে ভালোবাসায় কেবল এক তোমার অধিকার
আপাত অনিষ্ট আমি
মোহ ঠোঁটে তোমার ছিলাম বিষের গেলাস
কিন্তু করুণা রোদ অনন্ত উল্লাসবোধ আমাকে আমোদ করে
কি শোধ কোন প্রতিশোধে
নিজের পোড়ায়ে আজ মধ্যাহ্ন মিছিলের কর রেণু
যে নিজেকে পোড়াতে জানে সে আমি আমি নই
তবুও তর্জনী ভেঙে কিংবা হয়ে নতজানু সোনা
শব্দের তান্ডব শহরে একটাই সত্য জানি
দারুচিনি স্থাপত্য তুমি কন্ঠনালীর অশেষ আশ্বাস তুমি
বেঁচে থাকার তুমি এক অপার আশ্বিন।