আমিতো জানি........
আমিতো জানি, উৎকন্ঠা তুমি
তুমিই স্বস্তি অনিবার
শতেক নারী - সূর্যোদয় থেকে সূর্যাস্ত
কারো কথায় কারো কবিতায়
কারো খুলাচুল উদম গ্রীবার পুলকে
কত নদী কত ঝর্ণার শুভ্র অলংকারে
গোত্রবেদ ভুলে ভুলে আমি বিচরণ করি
অথচ আমি জানি আমিতো জানি
এই বুকের কঠোর গ্রহটি জুড়ে তুমিই কেবল এক
অগ্নিরূপা আপন ধ্রুবতারা
আমি জানি গো আমিতো জানি
প্রত্যেকের পর্যাপ্ত পাগলামু শেষে ফিরতে হয় আপন গৃহে
ঘৃণা হোক, হোক তিরস্কার
ঝড়ের মনস্তাপ শেষে বিদ্যুলিত আপন প্রশান্তির মতো
তোমার খোঁপার ভাঁজে কামিজের গোপন বোতামে
আমাকে ফিরতে হয়
হেঁটে দৌড়ে ফিরতেই হবে বারংবার
আমিতো জানি পর তুমি
তুমিই এক আপন আমার
উৎকন্ঠা তুমি, তুমিই স্বস্তি অনিবার।