দাদা,
আজ ১১ বছর ধরে আমি জলতেছি, আরো কয়দিন আমার জলতে হবে জানিনা। গত ১১ বছর যাবৎ তোমাকে ভোলার কতনা চেষ্টা করলাম, পারলামনা। হয়তো বাংঙ্গালীর এই সভাব হয়, যা ভুলতে চাই তা পারিনা, আর যা ভুলতে চাইনা তা ভুলে যাই।
দাদা, কারো স্বার্থের জন্য এখনো আমরা পিছে পরে আছি, তারা চায়না আমরা আর এক হয়ে যাই। তখন ছোটকালও না আবার বড়কালও না, ফুটবল খেলতাম, এমন খেলতাম যে বড় ভাইরা বলতো বাংলাদেশ, তখন বুঝতাম না বাংলাদেশ বলে কেন ডাকে আমাকে, এখন বুঝি দাদা এখন আমি সব বুঝি, বাঙ্গালী খেলোয়ারা বল নিয়ে এক দিকে এই যে টান দিতো কাউকে দেখতো না, কাউকে পাছ দেয়ার চিন্তা করতনা, উস্টা না খাওয়া পর্যন্ত টানতেই থাকতো বাংলাদেশ খেলোয়া, দাদা সেই বাংলাদেশ আমি দাদা, অবুঝ বাঙ্গালীর মধ্যে শ্রেষ্ট অবুঝ আমি দাদা
চলবে....
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১২ বিকাল ৩:৩২