আবেগাপ্লুত মন অনেকটা জলবতী মেঘের মতন,
ভেসে ভেসে বেড়ায় আর ঘনীভূত হতে থাকে;
ঘনীভূত হতে হতে একটু শীতল পরশ পেলেই
বৃষ্টি ঝরিয়ে হাল্কা হয়, তারপর উড়ে চলে যায়।
আষাঢ়ের কালো মেঘে জল থাকে, চোখে কাজল।
শরতের স্বচ্ছ মেঘেও লুকিয়ে থাকে ভারী জলকণা।
ওরা যেমন শীতল পরশে ঝিরঝির করে ঝরে পড়ে,
বেদনাব্যথিত মনও একটু শীতল কথায় বৃষ্টি ঝরায়।
ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২২
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২০