আমি এমন একটা শান্তির দেশে যেতে চাই,
যেখানে উচ্চঃস্বরে কেউ কোন কথা বলেনা,
কেউ উল্টো পথ ধরে আসা যাওয়া করে না।
যেখানে পাখিরা নির্ভয়ে উড়ে যেতে পারে
ব্যস্ত বেখেয়াল মানুষের মাথার ওপর দিয়ে,
একান্তে বলে যেতে পারে তাদের মনের কথা।
একদিন কোন এক নির্জন গিরি চূড়ায় উঠে
পাখির চোখে আমি পৃথিবীটাকে দেখতে চাই।
সে পাহাড়ের বুক চিরে এক আনমনা বহমান
উচ্ছ্বল ঝর্ণা নেচে যাবে তার আপন খেয়ালে।
ধ্যানমগ্ন ঋষির মত আমি শুধু দু’চোখ বুঁজে
শুনে যাবো সেই ছন্দময়ীর ধ্রুপদী নূপুরনিক্কণ।
কোন এক চঞ্চলা স্রোতস্বিনীর তটে বসে থেকে
আমি নির্জনে নিশ্চুপ কাটাতে চাই একটি দিন।
সেখানে বসে নিষ্পলক চোখে দেখে যেতে চাই
ছোট বড় ঢেউ আর জলজ প্রাণীর আনাগোনা।
মেঘের মায়াবী ঝাপটা এসে আমায় ভেজালেও
ঝাপসা চোখে দেখে যাবো মেঘ ও জলের খেলা।
রংপুর
০৮ আগস্ট ২০১৭
সর্বস্ব্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯