দুই সহোদরা বোন দুই নদীর মত,
যাদের জন্ম হয়েছে একই উৎসে-
শৈলচূড়ায়, গলিত হিমবাহে কিংবা
অন্য কোন উচ্চস্থানে। ওরা একসাথে
কিছু পথ পাড়ি দিয়ে ভাগ হয়ে যায়-
প্রকৃতির অদৃশ্য ইশারায়।
দুই সহোদরার জন্ম হয় একই পরিবারে।
ওরা বেড়ে ওঠে একসাথে, আনন্দে দুখে।
তারপর ওরা ভাগ হয়ে যায় দুই সংসারে,
দূরত্ব রচিত হয় তাদের মাঝে, চিরতরে।
দুই নদী হয়তো আবারও এক হয়ে যায়
বহু পথ পাড়ি দিয়ে, এ বিশ্ব চরাচরে-
কোন সাগর মোহনায় অথবা মহাসমুদ্রে।
দুই সহোদরা হয়তো আবার মিলিত হয়,
দুই সংসারের অবিরাম ঘানি টানা শেষে
পারিবারিক অনুষ্ঠানে অথবা গোরস্তানে।
পাদটীকাঃ ছোটবেলায় আমি দাদীমার সাথে অনেক গল্প করতাম। আমাদের দাদীকে আমরা ‘দাদীমা’ বলে ডাকতাম। দাদীমা অনেক আগে একদিন আমায় বলেছিলেন, ‘বোনেরা নদীর মত’। ওদের জন্ম এবং বেড়ে ওঠা একসাথে, তারপর বহুদিন পৃথক পথ পাড়ি দেয়া, অবশেষে পুনরায় মিলিত হওয়া কোন পারিবারিক অনুষ্ঠানে কিংবা কখনো কখনো পারিবারিক গোরস্তানে। খুব ছোটবেলায় দাদীমার মুখে এ দর্শন বাক্যটি শুনেছিলাম, কিন্তু কথাটা আজীবন আমার মনে গেঁথে আছে। দুই কিশোরী বোনের মাঝে আমি যখনই খুব মিল দেখি, তখনই আমার এ কথাটি খুব মনে পড়ে। আজকের এই আধুনিক যুগে হয়তো কথাটা ততটা সত্য নয়, কিন্তু মূল দর্শন বোধকরি আজও ঠিকই ওরকমটি আছে। কবিতাটি আমার শ্রদ্ধেয়া দাদীমার পুণ্য স্মৃতির প্রতি উৎসর্গিত হলো।
ঢাকা
২৩ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০০