একটা বর্ণিল চৌকোণ ঘুড়ির মত
আজকাল আমি আকাশে উড়ি,
নিঃসীম আকাশে ঘুরি ফিরি,
আর উড়ি, অনেক উঁচুতে উড়ি।
আমার একটা লম্বা লেজ আছে।
সেটাও মহানন্দে নেচে ওঠে,
যখন সে দেখে ঘুড়ির নাটাইটা
গাঁথা আছে তোমার চোখের পাতায়।
তুমি যতক্ষণ তাকিয়ে থাকো,
ততক্ষণ আমি উল্লাসে উড়ে বেড়াই
মেঘ থেকে মেঘান্তরে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে।
পাখিরা আমায় দেখে ঈর্ষা করে,
নীল ময়ূর তার পেখম মেলে ধরে,
সবাই তাকিয়ে থাকে আমার দিকে,
আর ভাবে, কখন ভোকাট্টা হবো!
কিন্তু তারা জানেনা,
আমি ভোকাট্টা হবোনা,
যতক্ষণ নাটাইটা বাঁধা আছে
মৃগাক্ষী দুটো মায়াবী চোখের পাতায়।
ঢাকা
০৭ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮