-সাজু, এই সাজু, ওঠ না! অার কত ঘুমাবি?
-অার একটু ঘুমোতে দাও অাপু, প্লিজ!
-নাস্তা করবি কখন তাহলে? ওঠ শীগ্রিই!
,
এই বলে বিছানা থেকে টেনে তুললো অামাকে! ফ্রেশ হয়ে অাপু ও অাম্মুর সাথে নাস্তা করে নিলাম, স্কুলে যাওয়ার সময় অাপু বলে দিল 'দু'পাশ দেখে রাস্তা পার হবি, অার হ্যা টিফিনটা পুরোপুরি খেয়ে নিবি কিন্তু'। মাথা নারিয়ে বললাম 'ঠিক অাছে'। স্কুল থেকে এসে গোসল করে অাসলাম, তখনই অাপু ডাকছে দুপুরের খাবার খেতে , বললাম 'এখন ক্ষিদে নেই অাপু, পরে খেয়ে নিবো'। রেগেমেগে খাবারের টেবিলে নিয়ে বসালো, খেয়ে নিলাম!
বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবো, পকেটে তেমন টাকা নেই, অাম্মুর হাত ব্যাগ থেকে লুকিয়ে ১৫ টাকা নিয়েছিলাম সেটাই পড়ে অাছে। অাপুকে বললাম...
-২০০ টাকা দাও তো অাপু!
-কালকেই তো ১০০ টাকা নিলি, অাজকে অাবার চাইছিস যে?
-কালকেরটা খরচ হয়ে গেছে। বন্ধুদের কিছু খাওয়াবো, অামার কাছে মাত্র ১৫ টাকা অাছে।
-কালো মুখখানা দেখে হাতে ৩০০ টাকা দিয়ে বললো 'যা এখন, অামার অনেক কাজ অাছে'।
-লাভিউ অাপু, উম্মাহহ্!
,
এই বলে বেড়িয়ে পড়লাম, বন্ধুদের সাথে দেখা করে রাত ৮ টায় বাড়ি ফিরলাম। ঘরে অাসতেই অাপু বললো...
-কি রে, এত দেরি হল যে?
-না মানে অাড্ডা করতে করতে সময়টা কখন চলে গিয়েছিলো বুঝতে পারিনি।
-অাচ্ছা, অাচ্ছা এবার খেতে অায়। অাম্মু অার অামি বসে অাছি তর জন্য।
,
খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, অার মাত্র দু'দিন পর পরিক্ষার ফলাফল প্রকাশিত হবে। রাত্রে দুশ্চিন্তা হয়, অাপু বার বার শান্তনা দেয়.. 'চিন্তা করিস না, রেজাল্ট ভালো হবে দেখিস'। অাপুর কথায় কিছুটা শান্তনা পেতাম। সে বছর পরিক্ষায় ফলাফল খারাপ করেছিলাম। অাম্মু বলে.. 'তর অার লেখাপড়া করার দরকার নেই, বেড়িয়ে যা বাড়ি থেকে'। সে সময় অাপু অাম্মুকে বুঝিয়েছে। রাত্রে অামার কান্না দেখে অাপু বলতো.. 'কান্না করার কি অাছে রে বোকা? লাইফে অারো অনেক কঠিন পরিক্ষা অাছে, সেগুলোতে ভাল করবি ইংশা-অাল্লাহ্'!
অাপুর কথা শুনে কিছুটা স্বস্থির নিশ্বাস ফেলতাম। অামার অাপু অামাকে অনেক ভালবাসে রে, অনেক ভালবাসে! দু:খের মূহুর্তে অাপুর কোলে মাথা রেখে সব দু:খ অাপুর সাথে ভাগাভাগি করতাম। দেখ, অাজকে তর সাথে দেখা করতে অাসলাম না জানি কত চিন্তা করছে..
--
দুই বছর পর সাজুর সাথে দেখা হল অাজ। অাড্ডা করতে করতে একসময় ওর ফ্যামিলি সম্পর্কে জানতে চাওয়াতে কথাগুলো বললো। চোঁখের কোণে জল এসে গেছে! বুকটা যেন ফেটে যাচ্ছে অামার। সাজুর চোঁখের দিকে তাকিয়ে বললাম....
,
"তোকে দেখে অামার বড় হিংসা হচ্ছে রে সাজু, অামার কোন অাপু নেই রে , তর মত যদি একটা অাপু থাকতো অামার তাহলে হয়তো তর মত অাপুর কোলে মাথা রেখে দু:খ-কষ্ট ভাগাভাগি করতাম। সত্তিই অামি বড় অসহায় রে সাজু.. সত্তিই অসহায়"!!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০