বিষয়বস্তু :
★বিভিন্ন রকম নৌযান ডিজাইন ও তৈরির কৌশল
★পরিচালনার কৌশল
★পরিত্যক্ত নৌযান থেকে অন্যান্য প্রয়োজনীয় বস্তু তৈরীর কৌশল।
চাহিদা :
বাংলাদেশে এ বিষয়টির চাহিদা মাঝামাঝি।তবে অভিজ্ঞতা অর্জনের পর যথেষ্ট চাহিদা পরিলক্ষিত হয়।উপরন্তু নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং-এ দু'টো বিষয়ের সমন্বয় হওয়ায় নেভাল আর্কিটেক্ট অথবা মেরিন ইঞ্জিনিয়ার এর যেকোনো একটিতে চাকরির সুযোগ পাওয়া যায়।
ভবিষ্যৎ :
বাংলাদেশ যেহেতু ছোট ছোট জাহাজ নির্মাণের পথে কিছুটা অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে আরও অগ্রসর হবে,তাই ভবিষ্যতে এ বিষয়ের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
চাকরি :
♣Bangladesh Shipping Corporation,শিপইয়ার্ড,ডকে
♣দেশি ও বিদেশি,সরকারি এবং বেসরকারি ইত্যাদি বিভিন্ন ধরনের জাহাজে
♣Bangladesh Navy,BIWTA,BIWTC
উচ্চশিক্ষা :
ক)দেশে :BUET-এ M.S/M.Sc/Ph.D করতে পারবেন।
খ)বিদেশে:বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১