ধাতব হার না পরা কায়ান মহিলা সেলাই করছে ।
উষ্ণ প্রস্রবন থেকে কায়ান গ্রামে আসলাম । লম্বা গলার মেয়ে দেখতে তাদের বাসার ভেতরে যাইনি । বাইরেই তাদের হস্তশিল্পের কিছু দোকান থেকে টুকটাক কেনাকাটা কেনা ।
২০১৫ তে মায়ানমারে দেখা লম্বা গলার কায়ান নারী যা পশ্চিমা বিশ্বে জিরাফ নারী নামে পরিচিত ।
থাই মায়ানমার বর্ডার মেসাই যার অর্থ না
পরের গন্তব্য তিন দেশের মিলনক্ষেত্র সেই গোল্ডেন ট্রায়াঙ্গেল
পথ নির্দেশিকায় লেখা কোন দিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল ।
তিন দেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া মেকং নদীর থাই পাড়ে বুদ্ধের মুর্তি ।
লাওস যাবার জন্য জেটি । ভাড়া ৩০০ বাথ ।
জাকজমক পুর্ন লাওসের ক্যাসিনো
ক্যাসিনোর পাশেই দরিদ্র লাওসবাসী
পরদিন ছিল শহরের ভেতর ঘুর ঘুর।
ঐতিহাসিক তাফাই গেট
বিখ্যাত ওয়াট ছেদি লুয়াং এর লানা রাজত্ব কালের প্রাচীন একটি স্থাপনা
চিয়াং মাই এর প্রান কেন্দ্র ওল্ড সিটির মাঝে আরেকটি প্রাচীন মঠ
চিয়াং মাই এর বিখ্যাত কাঠ খোদাই ।
স্থানীয় ঐতিহ্যবাহী নকশায় ছাতা তৈরীর কারখানা ।
আরো অনেক কিছু দেখেছিলাম । জেড রূপা সিল্ক এসব ।
পরদিন গেলাম সমুদ্র পৃষ্ঠ থেকে ১,৬৮৫ মিটার উচু দই পুই ন্যাশনাল পার্ক, দই সুথেপ মন্দির ও রাজা ভুমিবলের গ্রীস্মাবাস দেখতে । থাই ভাষায় দই অর্থ পাহাড়
দুটি আদিবাসী মেয়ে দই পুই । এরা আগে মাদক পপির চাষ করতো । এখন ফল ফুল আর ফসলের চাষ করে।
পর্যটক
বাগান ঘেরা রাজার শীত কালীন প্রাসাদ
প্রাসাদের সামনে পাহাড়ের উপর গড়ে তোলা জলাশয় যাতে রাজার সুরে ফোয়ারাগুলো নাচে । ছবিটি নেট থেকে
গোলাপের জন্য খ্যাত হলেও আরো হাজার রকমের ফুল আর ফার্ন শোভা পাচ্ছে
সেখানকার সবচেয়ে পবিত্র মন্দির দই সুথেপ ।
আরেকটি ন্যাশনাল পার্ক এ গিয়েছিলাম নাম দই ইনথানন
দই ইনথানন
এবার ছিল মিউজিয়াম
লান্না মিউজিয়াম
সেই মিউজিয়ামে সংরক্ষিত প্রাচীন হস্তলিপি
ইন্তাখিন মিউজিয়ামের ভেতর বিখ্যাত লান্না রাজা ইন্তাখিন
লান্না মিউজিয়ামের সামনে সিটি ফোকলোর মিউজিয়ামের সামনে বিখ্যাত তিন লান্না রাজার ভাস্কর্য্য ।
ঘুরে আসলাম চিয়াং মাই আপনাদের নিয়ে ।
চিয়াং মাই ভ্রমন নিয়ে ইতিহাস সহ প্রায় সত্তর পাতার এক কাহিনী লিখে রেখেছিলাম । তারপর ভাবলাম শুধু শুধু পাঠকের বিরক্তি উৎপাদন করা। তাই ছবিতেই বলে গেলাম সবকিছু ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮