ডিপ্রেশনে থাকাকালে কোন এক সন্ধ্যায় আমি আর আমার রূপকথার মানুষ বালিয়াড়িতে পাশাপাশি বসে থাকবো, নিজেদের সুখ-দুঃখ গুলো যথাসম্ভব ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবো। সে অভিজ্ঞ ফিলসফারের মতো আমাকে একের পর এক উপদেশ দিয়ে যেতে থাকবে, আমি কান পেতে তার উপদেশ গুলো শোনার চেষ্টা করতে থাকবো। কোন সী-ফুডের বদলে দুজনের হাতে দু কাপ কোল্ড কফি থাকবে, আমি তাকে আমার ভাঙ্গা গলায় গান গেয়ে শোনাবো। একটা সময় সে চলে যাওয়ার চেষ্টা করতেই তার হাত ধরে বলবো শুধু হারিয়ে না যেতে। যে আশার জন্য আমাকে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলো সে আশাটাই যেন তার কাছে পূর্ণতা পায় সে চেষ্টা করার প্রতিশ্রুতি দিবো। তবুও তাকে বলবো সে যেন হারিয়ে না যায়।
.
প্রতিটা মানুষের জীবনে কেউ একজন আসে হঠাৎ করে এসে তার জীবনটাকে পট করে বদলে দেয়। ওয়ারফেজের রূপকথা গানের মতো তারা বাঁচাতে এসে নতুন আশা দেখাতে থাকে।
কেউ একজন জীবনে বছরের পর বছর থেকেও কিছু করতে পারেনা, সেখানে মানুষগুলো জীবনে পট করে এসেই জীবনটাকে অন্যভাবে বদলে দেয়।
পৃথিবীর সবাই যেখানে একটা ছেলেকে সিগারেট ছাড়াতে ব্যর্থ সেখানে মানুষগুলোর এক কথায় কেউ সিগারেট ছেড়ে দেয়।
যে ছেলেটা আড্ডা দিয়ে রাত নয়টার আগে ঘরে ঢোকেনা সে মানুষটার সাথে কিছু সময় কাটানোর জন্য সাতটায় আড্ডার ময়দান ছেড়ে আসে।
পৃথিবীর তিক্ত অভিজ্ঞতা যখন কাউকে চরম ভাবে গ্রাস করে তাকে মৃত্যু ছাড়া কোন রাস্তায় দেখতে দেয়না তখন হঠাৎ মানুষগুলো এসে জীবনটাকে বাঁচানোর সুপরামর্শ দিতে থাকে।
দুঃখের বিষয় হলো এসব রূপকথার মতো মানুষগুলো বেশিদিন স্থায়ী হয়না। তাদেরকে খুব স্বল্প সময়েই পাওয়া যায়। পুরো পৃথিবী যখন তোমার বিপরীতে ঘুরে তখন এই রূপকথার মানুষগুলো এসে তোমাকে স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু স্বপ্নটা যখন তুমি তাকে নিয়ে দেখতে শুরু করো তখন মানুষগুলো ক্রমাগত দূরে সড়ে যায়।
আপেক্ষিকতার পৃথিবীতে ভালো মানুষ খুঁজে পাওয়া যেখানে দায় সেখানে তোমার কাছে এই মানুষগুলোকেই পৃথিবীর কল্পনার রূপকথার মানুষ বলে মনে হয়। বেঁচে থাকুক রূপকথার মানুষগুলো। বেঁচে থাকুক তাঁদের কাউকে পট করে এসে নতুন আশা দেখানোর ক্ষমতা, থাকুক সবাইকে স্বপ্ন দেখানোর ক্ষমতা। শুধু তাদের পট করে হারিয়ে যাওয়ার ক্ষমতাটাই যেন হারিয়ে যায়। অনন্তকাল জুড়ে তারা কারো অস্তিত্বে রাজত্ব করে যাক।