কিছু জিনিস পুরানোতেই বেশি মানায়... যাকে আমরা বলি ওল্ড ইজ গোল্ড!
সময়ের সাথে তাল মিলিয়ে চলা প্রেম নাকি বেশ ইন্টারেস্টিং!
একটা ছেলে হবে একটা মেয়ের 'বয়ফ্রেন্ড' আর একটা মেয়ে নাকি 'গার্লফ্রেন্ড"। ছেলেটি মেয়েটির সাথে রিলেশনের স্বপ্ন দেখে তার প্রেমে পড়বে। তার পর তারা তাদের প্রেম প্রেম খেলা শুরু করবে। তারপর নষ্টামি করার জন্য ডার্ক রেস্তোরা আর লিটনের ফ্ল্যাট নামক জায়গা তো আছেই! পরিশেষে ব্রেকাপ নামক একটা ঘটনা হয় দুজনের মধ্যে। দুজনেই নিজেদের ফ্রেন্ড সার্কেলকে ব্রেকাপ পার্টি নামক শিঙাড়া-পানির ব্যাবস্থা করে থাকে।
বাংলাদেশে কি আগে প্রেম হতো না? বিয়ে হতো না?
হতো... সবই হতো। এখনো হয়। তারা স্পটলাইটে থাকে না। তারা এই টাইপের ছেছড়া প্রেম করে না। তাদের মধ্যে লোকদেখানো পিরিত জিনিসটা থাকেনা। তারা মাথায় জাস্ট রিলেশন করার বদলে বিয়ে করে একে অপরের হাত ধরে দুজন বয়সের শেষ সীমা পার করার স্বপ্ন দেখে।
কয়েকবছর আগেও প্রেম জিনিসটা প্রেমিক-প্রেমিকা দিয়েই বোঝানো হতো। এখনো হয়, তবে অল্পসংখ্যায় । তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরিচয় দেওয়ার বদলে প্রেমিক প্রেমিকা বলে পরিচয় দিতেই পছন্দবোধ করে।
তারা হচ্ছে ওল্ড ফ্যাশনের লাভার...
.
আপনি যতই হাল আমলের ভূত পেত্নী টাইপের আধুনিক মেয়েদের সাথে বন্ধুত্ব বা প্রেম করেন কেন, বিয়ে করার জন্য একটা সাধাসিধে মেয়েই খোঁজবেন।
.
একটা ব্যাপার খেয়াল করলাম, যে ছেলে গুলো মিনিটে মিনিটে ক্রাশ খায় আর মুখে সারাদিন এই মেয়ে ঐ মেয়ের জন্য ভালোবাসার মালা জপে তাদের রিলেশনের নিউজ আর ব্রেকাপের নিউজ গুলো পত্রিকায় ফ্ল্যাটের বিজ্ঞাপনের মতোই থাকে।
.
আমরা ঘন ঘন ক্রাশ খেতে পারিনা বা একটার চেয়ে বেশি কখনোই পারবো না। তাই আমরা চরমভাবে ব্যাকডেটেড! আমাদের জন্য এই বয়সটা বন্ধুদের নিয়ে ফিলসফার টাইপের চিন্তা করা ছাড়া আর কিছুই না।
.
সময়ের সাথে যতই বদলান না কেন, দিনশেষে আপনাকে কিছু পুরানো রীতিকে সেরা বলেই মানতে হবে।