এখনো বেঁচে আছি এটা ভেবে আমি অতৃপ্ত হই।
চারতলা ফ্ল্যাটের নিচে তাকিয়ে দেখি
বাঁশের মাচায় কবুতরের অসামান্য জীবনবোধ
তাদের কত হাসি, গান আর কত উড়াউড়ি।
কবুতরের জীবনবৃত্তান্তের ভিতরে কোনো বিরহ নেই
নেই কোনো দুঃখ, শোক, বা যন্ত্রণাগাথা
আছে প্রেম আর উড়ে যাওয়ার প্রসন্ন স্বাধীনতা।
একটি প্রেমময় কবুতরের আয়ুষ্কাল থেকে
এখানো বেশিদিন বেঁচে আছি এটা ভেবে
সত্যিই আমি আশ্চর্য হই।
আমার মতো বনসাই প্রজাতির বিপন্ন মানুষের আয়ু
কবুতরের গড় আয়ুর চেয়েও কম, নয়তো সাকুল্যে
মাত্র দশ বছর হওয়া উচিৎ ছিলো।
যদিও, জীবন এখন আমাকে ততটা প্রলুব্ধ করে না
যতটা আমি কবুতরের সুখ দেখে প্রলুব্ধ হই।
(উৎসর্গঃ লিউনা হক)