জীবন থেকে বিকেল গুলো হারিয়ে যাচ্ছে
পালিয়ে যাচ্ছে বসন্তের গোধূলি সন্ধ্যা
আমিও ক্রমশ হারিয়ে যাচ্ছি
সময়ের ফাঁদে পড়ে জীবনের অন্তরীক্ষে
অথচ এমন জীবন আমি চাইনি
যে জীবনে, রমনার খোলা বিকেলে
নারকেল পাতার ফাঁকে গড়িয়ে পড়া
কাঁচাসোনা রোদ আমার গায়ে এসে লাগে না
যে জীবনে, দক্ষিণা বাতাসের বদলে দিনময়
গায়ে এসে লাগে এসির করাল বাতাস,
সত্যিই আমি এরকম জীবন চাইনি
একুরিয়ামে সাঁতার কাটা আমার এক মাছের জীবন
বিশ্বাস করো, এ রকম জীবন আমি চাইনি-
যে জীবনে তুমি পাশে নেই