মাঝখানে লম্বা বিরতিতে ছিলাম, অতঃপর ফিরে এলাম প্রিয় ব্লগে, আশা করি সবাই বেশ ভালোই আছেন সুখে দুঃখে । সবার জন্য শুভকামনা রইলো বন্ধুরা।
মা আমি আবার তোমার কাছে চিঠি লিখবো
সময় যে কিভাবে চলে যায় তা আসলে বুঝে উঠা খুবই দুষ্কর, এইতো সেদিন! আপনার যখনি মনে হবে অতীতের কথা তখনি মনে হবে এইতো সেদিন, এইতো সেদিন----- অতচ এই সেদিন অনেকদিন হয়ে যায় তবুও সেদিন তো কাছেই রয়ে রয়।
দাদা যখন বেঁচে ছিল প্রায়শ বলতো এইতো সেদিন ৪৭ গেলো তারপর ৫২ তে ভাষা আন্দোলন হল।
দাদার মত বাবা বলতো এইতো সেদিন ৬৯ এর গণঅভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ৭১।
তারপর ৮৯ এ আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন। সবকিছুই এইতো সেদিন, এইতো সেদিন!
চোখের সামনে ঘটে যাওয়া অতীতকে সত্যি সত্যি খুব কাছে মনে হয়।
বাবা দাদার মত আমিও আজ বলছি
এইতো সেদিনের ঘটনা,২০০১ সালে প্রথম ঢাকায় এলাম, তারপর দেখতে দেখতে ১৫ টা বছর চলে গেল, অতচ মনে হচ্ছে এইতো সেদিন এলাম। এখনো মনে পড়ে আমি তখন বাবার সাথে মেস এ থাকি, মা আর বোন গ্রামের বাড়িতে থাকতো।
প্রতি সপ্তাহে মা কে চিঠি লিখতাম, কত চিঠি চোখের জলে ভিজে যেত। তারপর পোস্ট অফিসে পোস্ট করেই উত্তরের জন্য অপেক্ষায় থাকতাম।
১৫ বছরে অনেক কিছুই বদলে গেছে, গাড়ি, বাড়ি রাস্তার ট্রাফিকজ্যাম সব বেড়ে গেছে। ২০০১ সালে টংগীতে যে বাসায় থাকতাম সে বাসা থেকে রেললাইন দেখা যেত নদীর স্বচ্ছ জলের মত।
আর এখন শুধু আকাশচুম্বী অট্টালিকা। স্মৃতির পাতাগুলো উল্টালে শুধুই মনে হয় এইতো সেদিন, এইতো সেদিন চিঠি লিখতাম। আজ ভুলে গেছি সেই চিঠি লেখা।
টংগীর দত্তপাড়া এলাকায় সেই পোস্ট অফিস টা আজ ও আছে, খুব জরাজীর্ণ অবস্থায়। যখনি পোস্ট অফিসটার পাশ দিয়ে হেটে যাই খুব মনে পড়ে যায় সেই দিনগুলির কথা।
আদর করে মা কে ডাকা, দিনে ৫ বার কথা বললেও সেই মায়াটা কেন জানি আর নেই, কোথায় হারিয়ে গেছে।
মা তুমি কেমন আছো? আমি আবার তোমার কাছে চিঠি লিখবো, তুমি উত্তর দিবে না মা?
১১ জানুয়ারি ২০১৬
জাহিদ জুয়েল
টংগী, গাজীপুর।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫