দাঁড়িয়ে রেললাইনের পার্শ্ব রেখায়
খুঁজি সমান্তরাল রেখার অন্য মানে,
অসীম রেখার শেষ প্রান্তে
সসীম সপ্নগুলো ঝুলে থাকে।
চায়ের কাপে ব্যাকুল চুমুতে
হারানো অতীতকে পড়ে মনে,
সপ্নহীন এ শহরের প্রতিটি দেয়ালে
খুঁজি প্রভাতীর সপ্নছায়াকে।
ধুমায়িত বাষ্প উড়ে যায় নীল আকাশের পানে
জলের স্রোতোধারার মত অচেনা গন্তব্যে,
কেন্দ্র বিন্দুতে মেঘবালিকার জন্য
অপেক্ষায় আছি ঘুমন্ত এ শহরে।