বিনা পয়সার এক কবি আমি
ছড়া গান আর কবিতা লেখি
এর আগে হয়নি লেখা কোনদিন,
ভাবিনি কখনো লিখবো একদিন।
তারপর করলাম শুরু লিখতে
যদি একটা কিছু হয়,সেই আশাতে,
একটা, দুইটা, তিনটা লাইন
বেড়ে গেল কবিতার আর একটা লাইন।
আর পারছি না লেখার কিছু
চিন্তা এবার ছুটছে পিছু,
আশেপাশে দেখছি যা কিছু
লিখছি কবিতায় সবকিছ।
সপ্তাহ শেষে মিলল ছুটি
কাজের ফাঁকে একটু সস্তি,
আজ আমার জন্য ঈদের দিন
ঘুমাবো তাই সারাদিন।
ঘুমের মধ্যে দেখছি আমি
হয়ে গেছি এক বিরাট কবি,
মায়ের ডাকে ঘুম ভেঙ্গে দেখি
শুয়ে আছি বিছানায় আমি।
বললাম মা কেন ডাকলে
মা বলল হুশ কি আছে?
ঘড়িতে দেখি বারোটা
পেটের অবস্থা তখন তেরোটা।
সপ্নের কথা গেলাম ভুলে
যখন আমি খাবার টেবিলে,
খাওয়া শেষে উঠলাম যখন
সপ্নের কথা মনে পড়ল তখন।
মুচকি হেসে উঠলাম একা
মা বলল ধুর বোকা!!!
সপ্নের মধ্যে হয়েছি কবি
তাই শুনে মা দিল, মুচকি হাসি।
সারাক্ষন শুধুই ভাবি
কি করে হই সত্যি কবি,
সাহস করে লিখলাম একদিন
যদি হতে পারি কবি কোনদিন,
অবশেষে হলাম এক, বিনা পয়সার কবি
লিখব আজীবন, যতদিন বেঁচে থাকি।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯