সন্ধ্যা থেকেই অস্থিরতা শুরু।
রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে অস্তিরতাও বেড়ে চলেছে।নিজেকে মনে হচ্ছে অসুখী আর একাকী একজন মানুষ।
একাকীত্বে অভ্যস্ত মানুষগুলো যখন হঠাৎ করে কারো ক্ষনিকের সঙ্গ পেয়ে যায় তখন ভাবে এই মানুষটি তাকে আর কখনো একাকিত্বে হারাতে দিবেনা।
কিন্তু মানুষ যা ভাবে নিয়তি সবসময় তা হতে দেয়না!
সময়ের সাথে আবারো বুঝতে পারি আমি ভীষণ একা।আবারো একাকিত্বের গভীরে তলিয়ে যাওয়া আমাকে কেউ খুঁজেনি।
যারা বলেছিলো পাশে থাকবে তারা কেউ পাশে থাকেনি।
এই পৃথিবীতে কেউ কারো পাশে থাকেনা।শুধু ক্ষনিকের জন্যে পাশে থাকার অভিনয় করে।
নিপুণভাবে অভিনয় করে!
একবার হারিয়ে যান।
অন্তত একদিনের জন্যে হারিয়ে যান!
আপনার আশেপাশের সেইসব নিপুন অভিনেতাদের অভিনয়ের অন্তরালের বাস্তবতাটুকু খানিকটা হলেও প্রকাশ পাবে!