রাত্রি প্রহরী
জাহিদুল ইসলাম
আজো রাতজাগা পাখিরা গল্প করে ভোরের পাখি হয়ে
নূতুন স্বপ্ন দেখে রক্তিম চোখে নেশাযুক্ত পঙ্কিলতায়
বিভাগী দিবসের ফেরারী পথে একা কোন নির্জনতায় ।
আজো ভালবাসা পেতে চাই রাস্তার কোন বালুচর হয়ে
চমকিত হৃদয়ের অনুভবে পথহারা মানুষের প্রেরণায়
চোখের গভীরের অশ্রুজলে কিংবা ব্রাম্ম সাধনায় ।
আজো ইচ্ছে করেই হারাতে চাই নীড়হারা পাখি হয়ে
কান্না-হাসির লাল চোখে বেমানান কোন অগ্নিশিখায়
দেবালয়ে কিংবা বস্তীর কোন অবাধ বালকের কল্পনায় ।
আজো দেখতে চাই হাজার মানুষের চাখুনি হয়ে
কিন্তু মিশে যায় এক মায়াবি ছলনার প্রেরিত অশ্লীলতায়
রাতজাগা পাখিরা আবারো রাতজাগে নেশাযুক্ত কামনায় ।।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩