ফেসবুকে বাংলাদেশ ওল্ড ফটো আর্কাইভ পেজে লাইক দেয়া ছিল অনেক আগে থেকেই। মাঝেমাঝেই বিভিন্ন সোর্স থেকে তারা দুর্লভ সব ছবি আপলোড করেন। আজ ফেসবুক ব্রাউজ করার সময় ওখানেই আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন কিছু দুর্লভ ছবি দেখার সুযোগ হল।এই ছবিগুলো শেয়ার করলাম সামুর ব্লগারদের সাথে।
১.অস্ত্রসহ একটি রুমে বৈঠকরত মুক্তিযোদ্ধারা।
Photographer- Jack Garofalo
২.দক্ষিণাঞ্চলের প্রথম স্বাধীন গ্রামে রেললাইনের ওপর পড়ে থাকা কয়েকজন রাজাকারের মৃতদেহ।
ঝিকরগাছা, যশোর, নভেম্বর, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৩. একটি ক্লাসরুমে আটক পাকিস্তানী হানাদার বাহিনীর সমর্থক বিহারী।
নভেম্বর ১০, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৪. মিত্রবাহিনী কর্তৃক পাকিস্তানী বাহিনীর সমর্থক একদল বিহারীকে শাস্তি দেয়া হচ্ছে।
Photographer- Jack Garofalo
৫. মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পনের পর একদল পাকিস্তানী সৈন্য।
খুলনা, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৬. ঢাকা অভিমুখে এগিয়ে চলা মিত্রবাহিনীর একটি ট্যাংক।
বাংলাদেশ, নভেম্বর, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৭. ধানক্ষেতে পড়ে একজন পাকিস্তানী সৈন্যর মৃতদেহ।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৮. হাস্যোজ্জ্বল একদল মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্য।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
৯. বাংলাদেশের তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১০. নাম না জানা একজন মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১১. বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১২.বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
ডিসেম্বর ৬, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১৩. একদল মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Bettmann
১৪. খালিপায়ে হেটে আসা একদল বাংলাদেশী। ট্রাকের দুপাশে ভারতীয় সৈন্যরা দাঁড়িয়ে।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১৫. একদল বেসামরিক বাংলাদেশী।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১৬. দুজন সহকারীর সাথে একটি মানচিত্র দেখছেন ভারতীয় মেজর MAMANZUR
বাংলাদেশ, ১৯৭১.
Photographer- Jack Garofalo
১৭. মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধরত পাকিস্তানী হানাদার।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
১৮. একদল মুক্তিযোদ্ধা ও দেশান্তরী মানুষ।
বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
১৯. যশোরের দিকে এগিয়ে চলা একটি ট্রাকে একদল ভারতীয় সৈন্য।
ডিসেম্বর ৯, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
২০. স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ঢাকার রাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমান
ঢাকা, জানুয়ারী ১০, ১৯৭২.
Photographer-উল্লেখ নেই।
২১. লন্ডনে একটি প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এসময় তিনি ততকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে দেখা করেন।
লন্ডন, জানুয়ারী ১০, ১৯৭২.
Photographer-উল্লেখ নেই।
২২. পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের সংবাদ জানার পর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের উল্লাস।
বাংলাদেশ, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
২৩. আত্মসমর্পনের দলিলে কোথায় সই করতে হবে তা-ই জেনারেল নিয়াজীকে(ডানে) দেখিয়ে দিচ্ছেন জেনারেল জগজিত সিং অরোরা।
রেসকোর্স ময়দান, ঢাকা, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
২৪.পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের সংবাদ জানার পর ঢাকার রাস্তায় স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে মুক্তিযোদ্ধাদের উল্লাস।
ঢাকা,বাংলাদেশ, ডিসেম্বর ১৬, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
২৫. সদ্য আবিষ্কৃত বধ্যভূমিতে বাংলাদেশি বুদ্ধিজীবি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের মৃতদেহ। মুক্তিযুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পূর্বে পাকিস্তানী হানাদার ও রাজাকার বাহিনীর হাতে হত্যার শিকার হন তারা।
রায়েরবাজার, ঢাকা, বাংলাদেশ, ১৯৭১.
Photographer-উল্লেখ নেই।
ব্লগার মোহেবুল্লাহ অয়নের সৌজন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থিরচির নিয়ে একটি ভিডিও লিংক যোগ করা হল।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬