"আসুন আরেকবার জানি সামু সম্পর্কে" সিরিজের দ্বাদশ পর্বে স্বাগতম প্রিয় সহব্লগার এবং পাঠকবৃন্দ। আজকের পর্বে দেখব সামুর ইতিহাসে সেরা সিরিজ কোনগুলো। সেরা সিরিজ নির্বাচনে পরিসংখ্যানভিত্তিক কিছু নেই, বরং আমার ব্যক্তিগত পছন্দই প্রাধান্য পাবে।তাই এদেরকে সামুর সেরা সিরিজ না বলে আমার প্রিয় বা পছন্দের সিরিজ বলা উচিত। কিন্তু সেটা করব না, কেননা আমার প্রিয় না বলে সামুর সেরা বললে পাঠক অনেক বেশি আকৃষ্ট হয়, পোস্টে হিটও বেশি হয়
তাহলে আসুন দেখে নিই সামুর সেরা থুক্কু আমার পছন্দের সিরিজগুলোঃ
১. প্রথমেই রাখব ব্লগার রাগিব হাসানের "যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সিরিজ"।কোন ব্লগার উচ্চশিক্ষার জন্য আমেরিকা যেতে চাইলে এই সিরিজটা তার অবশ্যই পড়া উচিত।কেন এটা সামুর ইতিহাসে অন্যতম সেরা সিরিজ? একটা কথায় এই প্রশ্নের জবাব হবে এরকম- সিরিজের প্রতিটি পোস্টের গড়হিট ১০০০০+ আর গড় প্রিয়তে নেয়া ৩৫০+ ।
সিরিজের মোট পর্ব আছে ৫টি।
পর্ব ১:আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য
পর্ব ২:কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস
পর্ব ৩:ফান্ডিং এর সোনার হরিণ
পর্ব ৪:পিএইচডি নাকি মাস্টার্স
পর্ব ৫:প্রফেসরদের ইমেইল করবেন কীভাবে?
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৫২০৮৫
মোট মন্তব্যঃ ৩২৫
মোট প্রিয়ঃ ১৮১৭
মোট প্লাসঃ ৪৩৭
মোট ফেসবুক শেয়ারঃ ৪৯০
২.দ্বিতীয় স্থানেই আসবে ব্লগার তামিম ইরফানের "আমার বান্দরবেলা" সিরিজ। সামুতে সিরিজ পোস্টের কথা বললেই সবার আগে আসে এই সিরিজটির নাম। আর কোন পোস্ট যদি নাও লিখতেন, আমার ধারনা কেবল এই একটি সিরিজের জন্যই তামিম এই ব্লগে লিজেন্ড হতে থাকবেন। শৈশবে নিজের দুষ্টুমি আর বাদ্রামির কথা মনে করে সেই দিনগুলোতে ফিরে যেতে চাইলে আমার বান্দরবেলা একটি চমৎকার অপশন।
সিরিজের মোট পর্ব আছে ৯টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পর্ব ৭
পর্ব ৮
পর্ব ৯
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৩৫৪৭৯
মোট মন্তব্যঃ ১৮২৮
মোট প্রিয়ঃ ৩৬৪
মোট প্লাসঃ ৮৪২
মোট ফেসবুক শেয়ারঃ ৩০৩
৩. তৃতীয় স্থানে রাখব ব্লগার আমি তুমি আমরা'র "আসুন আরেকবার জানি সামু সম্পর্কে"।।জানি অনেকেই ভ্রু কুচকানো শুরু করেছেন।ভাবছেন নিজের লেখা সিরিজকেই সামুর অন্যতম সেরা সিরিজ বলে দাবী করছে, কেমন নির্লজ্জ ব্লগার। কিন্তু আগেই বলেছি এখানে পরিসংখ্যানের চেয়ে আমার ব্যক্তিগত পছন্দই গুরুত্ব পেয়েছে- তাই এই সিরিজ এই লিস্টে থাকবে
সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত পর্ব ১৭টি।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৩৫৫৩৯
মোট মন্তব্যঃ ১৫৫৯
মোট প্রিয়ঃ ১৩০৯
মোট প্লাসঃ ৪৪৭
মোট ফেসবুক শেয়ারঃ ৮৫
৪.সামুর আরেকটি বিখ্যাত সিরিজ হল ব্লগার ত্রিশোনকু'র "ঊনসত্তুর থেকে পচাঁত্তুর" ।মূলত ৬৯ থেকে ৭৫ এ ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখকের ব্যক্তিগত স্মৃতিচারন।পুরো সিরিজটা পড়ে এখনো শেষ করিনি, তবে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে।
সিরিজের মোট প্রকাশিত পর্ব ২০টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পর্ব ৭
পর্ব ৮
পর্ব ৯
পর্ব ১০
পর্ব ১১
পর্ব ১২
পর্ব ১৩
পর্ব ১৪
পর্ব ১৫
পর্ব ১৬
পর্ব ১৭
পর্ব ১৮
পর্ব ১৯
পর্ব ২০
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ২৫২৯৬
মোট মন্তব্যঃ ১৫৯২
মোট প্রিয়ঃ ২১৮
মোট প্লাসঃ ৫২৭
মোট ফেসবুক শেয়ারঃ ৬৬
৫.এবং অবশ্যই ব্লগার রাগিব হাসানের "গুগল কথন"।বাংলাদেশ থেকে যে কয়জন টেক জিনিয়াস বেরিয়েছেন তাদের মধ্যে রাগিব হাসান অন্যতম আর এই সিরিজটা তার গুগলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন।কেবল প্রযুক্তিগত বিষয়গুলো নয়, চমৎকার স্মৃতিকথন পড়তে চাইলে এই সিরিজটি পড়া উচিত।
সিরিজের মোট পর্ব ৭টি।
পর্ব ১-প্রযুক্তির প্রাণকেন্দ্রে বসবাস
পর্ব ২-ডাইনোসরের ছায়ায় স্পেসশীপ
পর্ব ৩-গুগলপ্লেক্সের ভিতরে বাইরে
পর্ব ৪-ব্রিন আর পেইজের কথা
পর্ব ৫-কর্মীরা যেখানে রাজা
পর্ব ৬- প্রযুক্তির স্রোতে অবগাহন
পর্ব ৭-টেস্টিং অন দ্য টয়লেট আর কুকুর সমাচার
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ২৫০৭৪
মোট মন্তব্যঃ ৪৭৬
মোট প্রিয়ঃ ৩১১
মোট প্লাসঃ ৩৩৮
মোট ফেসবুক শেয়ারঃ ১৪৪
৬.ষষ্ঠ স্থানে থাকবে ব্লগার তন্ময় ফেরদৌসের "বিজ্ঞাপনের গুষ্ঠি উদ্ধার"।বিজ্ঞাপন নির্মান এবং পন্যের বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি নিয়ে আমার ধারনা পাল্টেছে যে সিরিজটি পড়ে সেটি হচ্ছে এই সিরিজ। আমরা যারা কোনভাবে বিজ্ঞাপন জগত বা পন্যের মার্কেটিং এর সাথে জড়িত নই তাদেরকে এই জগত সম্পর্কে খুব চমৎকার ধারনা দেবে এই সিরিজটি।
সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত পর্ব ১১টি।
পর্ব ১:ব্র্যান্ডিং এন্ড এডভার্টাইজিং
পর্ব ২:কিছু দরকারি টার্ম
পর্ব ৩:এড এজেন্সি
পর্ব ৪:সেক্স এন্ড এডভার্টাইজিং
পর্ব ৫:কপিরাইটিং
পর্ব ৬:কিছু মজার স্ট্র্যাটেজি
পর্ব ৭:কমিউনিকেশনের ম্যাজিক
পর্ব ৮:ক্রিয়েটিভিটি
পর্ব ৯:ফেসবুক এবং ইউটিউব
পর্ব ১০:বিজ্ঞাপনী নীতিমালা
পর্ব ১১:
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১৮২৮৮
মোট মন্তব্যঃ ১২৫৬
মোট প্রিয়ঃ ৩০২
মোট প্লাসঃ ৩৪৪
মোট ফেসবুক শেয়ারঃ ২৮৬
৭.এরপরেই থাকবে ব্লগার বোহেমিয়ান কথকতার “জ্যোতি” সিরিজ।সামুর সেরা গল্পের সিরিজ বললে মুখফোড়ের আদমচরিতের সাথে পাল্লা দিতে পারে একমাত্র এই সিরিজটিই।এক হাবগোবা ছেলে এবং তার প্রচন্ড বুদ্ধিমতী গার্লফ্রেন্ড জ্যোতি-এই দুজন গল্পের মূল চরিত্র। বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনা ঘটতে থাকে এই দুজনকে ঘিরে।সামুর গল্প সিরিজ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চরিত্র জ্যোতি।
ব্লগার বোহেমিয়ান কথকতা এখন আর সামুতে লেখেন না। সামু ছেড়ে যাওয়ার পর লিখতেন সরবে। ওখানে সম্ভবত জ্যোতির আরেকটা গল্প লিখেছিলেন(সমভবত বলছি কারন মনে নেই, স্মৃতি থেকে লিখছি), এখন আর লেখেন কিনা জানিনা।
সিরিজের মোট পর্ব ৫টি।
পর্ব ১:জ্যোতির্ময় বচন
পর্ব ২:জ্যোতির্ময় বয়ফ্রেণ্ড
পর্ব ৩:জ্যোতির্ময় রিভিউ
পর্ব ৪:জ্যোতির্ময় ফটোগ্রাফি
পর্ব ৫:জ্যোতির্ময় ইভটিজার!
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১৭৪৫৫
মোট মন্তব্যঃ ৭০৪
মোট প্রিয়ঃ ২২৪
মোট প্লাসঃ ৩৫০
মোট ফেসবুক শেয়ারঃ ০
৮.এরপর আসবে ব্লগার ত্রিশোনকুর "চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা"। সিরিজটা আমি এখনো পড়িনি, ব্লগার মহামহোপাধ্যায়ের এর সাজেশানে (১২ নং কমেন্ট দ্রষ্টব্য) সিরিজটি যোগ করা হয়েছে। যদ্দূর মনে হয়েছে, চট্টগ্রামে সেনা বিদ্রোহ নিয়ে এটা লেখকের ব্যক্তিগত স্মৃতিচারন।সিরিজটি শেষ করার পর এটি সম্পর্কে কিছু লেখার আশা রাখি।
সিরিজের মোট পর্ব নয়টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পর্ব ৭
পর্ব ৮
পর্ব ৯
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১৭৪২৫
মোট মন্তব্যঃ ৫০৫
মোট প্রিয়ঃ ২০৭
মোট প্লাসঃ ২২৮
মোট ফেসবুক শেয়ারঃ ৩৩
৯. ব্লগার ইমন জুবায়েরের "ফ্রিম্যাসনারি: বিশ্বের প্রাচীনতম এক গুপ্তগোষ্ঠী"। ফ্রিম্যাসন এবং ইলুমিনাটি নামে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালি দুটো গুপ্ত সংগঠনের কথা জানতে পারি এই সিরিজ থেকে। ইমন ভাই প্রথম সাত পর্ব লেখার পর একটা ব্রেক নিয়েছিলেন এই সিরিজ থেকে। জানিয়েছিলেন পরবর্তীতে শেষ করবেন সিরিজটা।কিন্তু সেটা আর হয়ে উঠল না । পড়াশোনা আর ডেডিকেশনের এক চমৎকার নজির এই সিরিজটি।
সিরিজটি অসম্পূর্ন। প্রকাশিত পর্ব ৭টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পর্ব ৭
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১৪৮৫৩
মোট মন্তব্যঃ ৪৬৫
মোট প্রিয়ঃ ৩০১
মোট প্লাসঃ ২০৯
মোট ফেসবুক শেয়ারঃ ৩
১০. দশ-এ আসবে ব্লগার রাইসুল জুহালার "ফিরে দেখা" সিরিজ।আশি আর নব্বই দশকের বিভিন্ন ঘটনা নিয়ে লেখকের স্মৃতিচারন এবং নিজস্ব বিচার বিশ্লেষনের এক চমৎকার সিরিজ এটি। বলব না লেখকের প্রতিটি কথা বা বিচার-বিশ্লেষনের সাথে আমি একমত, তবে সার্বিকভাবে এই সিরিজের লেখাগুলো বেশ সুখপাঠ্য।
সিরিজের মোট প্রকাশিত পর্ব ১২টি।
পর্ব ১:স্টারস - বাংলাদেশের ব্যান্ড মিউজিকে বিপ্লব সৃষ্টি করে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল যে অ্যালবামটি
পর্ব ২:ভুলে যাওয়া পত্রপত্রিকাগুলি
পর্ব ৩: শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩)
পর্ব ৪: মহামান্য (?!) রাস্ট্রপতি জিল্লুর রহমানকে নিয়ে আমার দু'টি স্মৃতি
পর্ব ৫:মুস্তফা মনোয়ার - দুই দেশের দুই স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর নির্ভিক কিন্তু দৃঢ় দু'টি প্রতিবাদ (১৯৭১ এবং ১৯৮৯)
পর্ব ৬:স্বৈরাচারী এরশাদের গদি বাঁচানোর কৌশল হিসেবে পাতানো দাঙ্গা, দৈনিক ইনকিলাবের নির্লজ্জ সহযোগিতা এবং আমাদের অসাম্প্রদায়িক জনগন
পর্ব ৭:নকশাল আন্দোলন - ঘটনাক্রম এবং ব্যর্থতার বিশ্লেষন
পর্ব ৮:হেমন্ত মুখোপাধ্যয়ের তিক্ততায় ভরা শেষ বাংলাদেশ সফর, ফিরে যাবার দুই সপ্তাহের মধ্যেই মৃত্যু এবং কবি আজাদ যশোরী (১৯৮৯)
পর্ব ৯: বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির নতুন যুগে যাত্রা - বিদেশি চ্যানেলের পদার্পন এবং প্রাইভেট প্রডাকশনের আগমন (১৯৯২-৯৪)
পর্ব ১০:স্বর্নযুগের ঢাকা ফুটবল লীগকে নিয়ে আসুন কুইজ খেলি - আপনি খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার
পর্ব ১১:মৌচাক মার্কেটের সামনে তেরাস্তার মোড়ের জ্যাম, গাড়ির প্যাঁ-পোঁ, নানানবয়সীর হৈচৈ-হুড়াহুড়ি, তার মধ্যে বাঁশিতে পল্লীগানের সুর
পর্ব ১২:খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে? নাকি ফিরবে না!
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১২২১৮
মোট মন্তব্যঃ ১৫০৪
মোট প্রিয়ঃ ১৪৫
মোট প্লাসঃ ২৭৫
মোট ফেসবুক শেয়ারঃ ৭৪
১১.এবং মুখফোড়ের বিখ্যাত "আদমচরিত"। ধর্মকে ব্যাঙ্গ করে লেখা স্যাটায়ার সিরিজ। ধর্ম নিয়ে সংবেদনশীলতা থাকলে না পড়াই শ্রেয়।যদ্দূর জানি এখনো সচলে তিনি লেখেন।
সিরিজের মোট প্রকাশিত পর্ব ১২টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পর্ব ৭
পর্ব ৮
পর্ব ৯
পর্ব ১০
পর্ব ১১
পর্ব ১২
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ১১৬২৩
মোট মন্তব্যঃ ২৩২
মোট প্রিয়ঃ ৫২
মোট প্লাসঃ ৯১
মোট ফেসবুক শেয়ারঃ ৮
১২.এবং অবশ্যই দূর্যোধনের "দূর্যোধন কথন" সিরিজ। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তীব্র ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে লেখা প্রতিটি পোস্ট। দূর্যোধনের হিউমার নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাই মজা পেতে চাইলে এই সিরিজ পড়া উচিত সবারই।পুরো সিরিজটাই সাধু ভাষায় লিখিত।
সিরিজের মোট পর্ব আছে ৫টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৯৬৭৭
মোট মন্তব্যঃ ৯৪০
মোট প্রিয়ঃ ২২
মোট প্লাসঃ ২৫৭
মোট ফেসবুক শেয়ারঃ ৮৯
১৩. এরপরেই আসবে ব্লগার দূরন্তের “রেস্টুরেন্টের দিনগুলি” সিরিজ। দেশের বাইরে লেখকের রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা নিয়েই সিরিজটি লেখা হয়েছে। সিরিজটি এখনো পড়িনি, যোগ করা হয়েছে ব্লগার মহামহোপাধ্যায়ের এর সাজেশানে।
সিরিজের মোট পর্ব ছয়টি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫
পর্ব ৬
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৯৯৪৯
মোট মন্তব্যঃ ২৭৭
মোট প্রিয়ঃ ৪৫
মোট প্লাসঃ ১৯৭
মোট ফেসবুক শেয়ারঃ ০
১৪. এরপর রাখব ব্লগার উৎকৃষ্টতম বন্ধু'র "দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঃস্বপ্নের থার্ডরাইখ"।পোস্টে উল্লেখিত প্রথম দুটো সিরিজের মত পরিখ্যানের দিক দিয়ে অত শক্তিশালী না হলেও এই সিরিজের লেখাগুলো পড়লেই যে কেউ বুঝতে পারবেন পুরো সিরিজটা লেখার জন্য লেখককে কি পরিমান পড়াশোনা করতে হচ্ছে আর কি অসাধারন উনার লেখনি শক্তি।যদ্দূর জানি সিরিজটি এখনো শেষ হয়নি। নতুন কোন পর্ব প্রকাশিত হওয়া মাত্রই তার লিংক যোগ করার আশা রাখি।
সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত পর্ব ১০টি।
পর্ব ১:রাইখস্টাগ অগ্নিকান্ড(The Reichstag on fire)
পর্ব ২:Hitler becomes Dictator
পর্ব ৩:the night of the long knives
পর্ব ৪:operation hummingbird
পর্ব ৫:হিটলার, জার্মানির ফুয়েরার
পর্ব ৬:The Triumph of the Will(ছবি+মুভি ব্লগ)
পর্ব ৭:গেস্টাপো
পর্ব ৮:"যে সমাজে বই পুড়িয়ে ফেলা হয়, সে সমাজের মানুষগুলোর আগুনে পুড়ে মৃত্যু নিয়তি নির্ধারিত।"
পর্ব ৯:জার্মান সমরাস্ত্রীকরন
পর্ব ১০:টার্গেট রাইনল্যান্ড
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৯৬০৫
মোট মন্তব্যঃ ৬০২
মোট প্রিয়ঃ ১২৬
মোট প্লাসঃ ১২৯
মোট ফেসবুক শেয়ারঃ ২৩
১৫. ব্লগার হাসিনুল ইসলামের অনলাইন ফ্রিল্যান্সিং । অনলাইনে ফ্রিল্যান্সিং নিয়ে একটি সিরিজ। বেকার কিংবা ছাত্রদের জন্য অবসর টাকা কামানোর জন্য এই সিরিজটা বেশ সহায়ক হবে বলেই মনে করি।
সিরিজে মোট পর্ব আছে সাতটি।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪
পর্ব ৫+ পর্ব ৬
পর্ব ৭
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৮৯২৯
মোট মন্তব্যঃ ৩১
মোট প্রিয়ঃ ৩৬২
মোট প্লাসঃ ৭০
মোট ফেসবুক শেয়ারঃ ৬
১৬. আর ব্লগার রাগিব হাসানের "রশীদ হলের চিড়িয়াখানা"।সাবেক বুয়েটিয়ান রাগিব হাসান বুয়েটে থাকতেন রশীদ হলে আর এই সিরিজটা তার রশীদ হলে থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন।কেবল প্রযুক্তিগত বিষয়গুলো নয়, চমৎকার স্মৃতিকথন পড়তে চাইলে এই সিরিজটি পড়া উচিত।
সিরিজের মোট পর্ব ৫টি।
পর্ব ১-রশীদ হলের চিড়িয়াখানা
পর্ব ২-রুমমেট সমাচার
পর্ব ৩-পানি বিশারদ ও নেতা কাহিনী
পর্ব ৪-ডাইনিং, মোষ, ডিম চাইনিজ, ... আর লেপ-তোষকের বনফায়ার
পর্ব ৫-অথঃ চোর সমাচার
পুরো সিরিজের সম্মিলিত পরিসংখ্যানঃ
মোট হিটঃ ৮৪৫০
মোট মন্তব্যঃ ২২২
মোট প্রিয়ঃ ২২
মোট প্লাসঃ ৯৬
মোট ফেসবুক শেয়ারঃ ০
====================================
**এছাড়া যারা গল্প পড়তে পছন্দ করেন তারা ব্লগার জিকসেসের খলিল সিরিজ , ব্লগার শান্তির দেবদূতের ডাঃ খাস্তগীর সিরিজ , ব্লগার ইমন জুবায়েরের প্রফেসর আশরাফি সিরিজ পড়ে দেখতে পারেন।
**এছাড়া যারা স্মৃতিকথা পড়তে ভালবাসেন তারা পড়তে পারেন ব্লগার দূর্বা জাহানের আমার কিশোরীবেলা ।
**আর যাদের ভ্রমন ব্লগ পছন্দ তারা দেখতে পারেন ব্লগার সাজিদ ঢাকার বাংলার পথে এবং ব্লগার বোকা মানুষ বলতে চায় এর বাংলার জমিদার বাড়ি সিরিজ।
**আর নিজের সাধারন জ্ঞান বাড়িয়ে নিতে চাইলে পড়তে পারেন ব্লগার স্বেচ্ছাসেবকের ৪৪ পর্বের কত অজানারে ও ব্লগার মাহমুদুল হাসান কায়রো'র বিশ্বের শ্রেষ্ঠ দশ সিরিজ।
পড়ে হতাশ হবেন না-এতটুকু বলতে পারি।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৫