১৫০০ সাল
বিশ্বের প্রথম পিনহোল ক্যামেরা, যার মূলনীতি আরব বিজ্ঞানী আল-হাজেন কর্তৃক উদ্ভাবিত । একে ‘ক্যামেরা অবস্কুরা’ ও বলা হয় ।
১৮৩৯ সাল
বিশ্বের প্রথম ডাগেরোটাইপ ক্যামেরা, এতে ছবি তুলত গেলে পনেরো মিনিট মাথা না নাড়িয়ে বসে থাকতে হত ।
১৮৪০ সাল
আমেরিকায় প্রথম প্যাটেন্ট ইস্যুকৃত ক্যামেরা ।
১৮৫৯ সাল
সম্ভবত প্রথম প্যানারোমা ক্যামেরা, এতে করে চারদিকের ছবি তোলা যেত ।
১৮৬১ সাল
অলিভার ওয়েন্ডেল হোমস এই স্টেরিওস্কোপিক ভিউয়ার উদ্ভাবন করেন ।
১৮৮৮ সাল
জর্জ ইস্টম্যান কর্তৃক প্যাটেন্টকৃত কোডাক রোল-ফিল্ম ক্যামেরা । ইস্টম্যানই সর্বপ্রথম সস্তায় ক্যামেরা ভোক্তাপর্যায়ে পৌঁছে দেয়ার পদক্ষেপ নেন ।
১৯০০ সাল
প্রথম জনপ্রিয় ক্যামেরা, এটি ১৯৬০ সাল পর্যন্ত বাজারে ছিল ।
১৯০০
ট্রাভেল ক্যামেরার উদ্ভাবন হয়, ওজনে হালকা ও সংকোচনশীল এই ক্যামেরাটি ছিল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারদের অতি সাধের জিনিস ।
১৯১৩-১৪ সাল
জার্মান লাইকা ক্যামেরা কোম্পানির অস্কার হলনার্ক এই ৩৫ মি মি স্টিল ক্যামেরা উদ্ভাবন করেন, এই মডেলই পরবর্তীতে সব স্টিল ক্যামেরা জন্য আদর্শ হিসেবে ধরা হয় ।
১৯৪৮ সাল
এডুইন ল্যান্ড পোলারয়েড ক্যামেরা আবিস্কার করেন । এর সাহায্যে ফটো তোলার এক মিনিটের মাঝে ছবি পাওয়া যেত ।
১৯৬০ সাল
নেভির জন্য আন্ডারওয়াটার ক্যামেরা তৈরি করা হয় ।
১৯৭৮ সাল
KONICA বিশ্বের প্রথম পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা তৈরি করে ।
১৯৮১ সাল
সনি বিশ্বের প্রথম ডিজিটাল ইলেক্ট্রনিক স্টিল ক্যামেরা তৈরি করে, এই ক্যামেরা দিয়ে তোলা ছবি টেলিভিশন মনিটর অথবা কালার প্রিন্টারের সাহায্যে দেখা যেত ।
১৯৮৬ সাল
ফুজি শুধুমাত্র একমাত্র ব্যবহার করা যায় এমন ক্যামেরা তৈরি করে, বিভিন্ন হোটেলে বা অনুষ্ঠানে এ ধরণের ক্যামেরা কপ্লিমেন্টারি হিসেবে সরবরাহ করা হত ।
১৯৯১ সাল
কোডাক বিশ্বের প্রথম প্রফেশনাল ডিজিটাল ক্যামেরা নিয়ে আসে । এটি ফটোসাংবাদিকের জন্য বিশেষভাবে সহায়ক ছিল । ক্যামেরাটির সেন্সর ছিল ১. ৩ মেগাপিক্সেলের ।
১৯৯৪-১৯৯৬ সাল
Apple QuickTake 100 camera (February 17 , 1994), the Kodak DC40 camera (March 28, 1995), the Casio QV-11 (with LCD monitor, late 1995), and Sony’s Cyber-Shot Digital Still Camera (1996). এই ক্যামেরাগুলো কনজ্যুমার লেভেল ডিজিটাল ক্যামেরা, এগুলোর ছবি কেবলের সাহায্য কম্পিউটার দিয়ে দেখা যেত ।
২০০০ সাল
জাপানে প্রথম ক্যামেরা ফোন উদ্ভাবিত হয় ।
২০০৫-পরবর্তী সময়
সময়ের ধারাবাহিকতায় ডিজিটাল এবং ডিএস এল আর ক্যামেরার প্রসার ঘটতে থাকে । সেই সাথে পোলারয়েড এবং ফিল্ম ক্যামেরার এক প্রকার বিলুপ্তি ঘটে ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫