পর্ব-১
১) দশজন যেখানে আল্লাহও সেখানে (কুরানের বিপরীত মতবাদ/শিরক)।
২) শুধুমাত্র নবী সাঃ(বা কুরান হাদীস) ব্যাতীত অন্য কারও অন্ধ অনুসরন।(৭২কাতার বন্দী হওয়া)।
৩) নবী সাঃ কে হুজুর পাক সাঃ বলা এবং মসজিদ বা অন্য জায়গায় কালিমা খোদাই করার পাশাপাশি আবার আলাদা করে আল্লাহ নাম খোদাই করে পাশাপাশি মুহাম্মদ নামও খোদাই করা ( শিরক) ।
৪) কোন বার, দিন, মাস বা বিশেষ স্থানকে শুভ – অশুভ আখ্যা দেয়া, সকাল বা সন্ধায় বাকী দেয়া নিষেধ ইত্যাদি ( শিরক)।
৫) কুরান , মসজিদ ছুয়ে কসম করা বা সত্য কথা যাচাইয়ে মসজিদে প্রবেশ করা, মা-বাবা অথবা সন্তান সন্ততির মাথায় হাত রেখে কসম করা , মাইরি বলা, বিদ্যা ছুয়ে বলছি বা খাবার দানা হাতে নিয়ে বলছি বা মাটির উপর দ্বারিয়ে বলছি ইত্যাদি( শিরক) ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫