★অতীত থেকে শিক্ষা নেওয়া উচিৎ কিন্তু অতীত নিয়ে বেঁচে থাকা উচিৎ নয় ৷
★অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এ তিন নিয়ে জীবন হলেও অতীত কখনও বর্তমানের সমান হতে পারে না ৷
★কারও জীবনে বর্তমান যদি অতীতের সমান রয়ে গেল, তবে সে ব্যর্থ ৷ কারণ মানুষ তার অবস্থান পরিবর্তনের জন্যই সংগ্রাম করে ৷
★মানুষকে উপকার করা উত্তম কাজ, কিন্তু নিজের ক্ষতি করে পরের উপকার করাটা বোকামী, কারণ যার উপকার করা হচ্ছে সেই মনে মনে হাসবে ৷
★জীবনে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, তখন কারও কথায় মন খারাপ করতে নেই, সবসময় মনের আত্মবিশ্বাসকে প্রাধান্য দিতে হবে ৷
★ নতুন কিছু করতে গেলে সবাই বাঁধা দিবে, কিন্তু যখন সফল হবে তখন তারাই মাথায় তুলে নাঁচবে, তাই মানুষের কথায় কান দিতে নেই ৷
★ মানুষের ভাগ্য লিখিত, কিন্তু চেষ্টা তো করতেই হয় ৷ কখনও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারাতে নেই ৷
★ জীবনে দুজন পাশাপাশি হাত ধরে হাঁটার নাম ভালোবাসা নয়, শত ভুল বোঝাবোঝির পরও একসাথে সারাজীবন পাশাপাশি থাকার নাম ভালোবাসা ৷ কিন্তু বিশ্বাস আর সততা থাকলে ভুল বোঝাবোঝির কোন কারণ আমি দেখিনা, সবই তৃতীয় ব্যক্তির দোষ ৷লুল