মধ্যবিত্ত পরিবারের সবাইকে সর্বদা সুখী থাকার অভিনয় করে বাঁচতে হয়, কেননা তারা চায়না তাদের অভাব বা প্রয়োজনগুলো দুর্বলতা হয়ে মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় ৷ ছেলেমেয়েরা স্কুলে বন্ধুদের সাথে, বড়রা অফিসে সহকর্মীদের সাথে ও মায়েরা পাশের বাড়ীর আন্টিদের সাথে সবসময় হাসিখুশি দেখিয়ে সুসম্পর্ক বজায় রাখে ৷ মধ্যবিত্ত মানুষেরা সবসময় সংগ্রাম করে তাদের অবস্থানকে দৃঢ় রাখতে, কেননা তারা বড় হওয়ার স্বপ্ন দেখে গরীব হওয়ার দুঃখ সইতে পারবে না ৷ বাবা মায়েরা স্বপ্ন দেখে একটাই, তাদের সন্তানরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে সমাজে তাদের মুখ উজ্জ্বল করবে ৷ মধ্যবিত্ত পরিবারের সবাই মিতব্যয়ী ও সঞ্চয়ী হয়, ভবিষ্যতে প্রয়োজন ও বিপদের কথা চিন্তা করে ৷
কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা বাবা মায়ের কষ্টগুলো বোঝে না , তারা টাকার প্রয়োজনে বিপথে চলে যায়, সমাজে বাবা মায়ের মাথা নিচু হয়, ভেঙে যায় স্বপ্ন ৷
বন্ধুরা এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে ৷ আর তা হলো কাউকে ছোট করে না দেখা, সবাই খুশি করার জন্য ভাল উপদেশ দেওয়া, ভুল ধরিয়ে শোধরানোর সুযাগ দেওয়া ৷
আমাদের উচিত বাবা মায়ের কষ্টগুলো ছোট থেকেই উপলব্ধি করা ও নিজেদের চাওয়াটাকে সংযত করা ৷ আমরা চাইলেই সব পারি, একটু ধৈর্য্য আর চেষ্টা প্রয়োজন ৷