মানুষ সামাজিক জীব, দিনশেষে সবাই একা কেন?
মানুষ সারাদিন তার পরিবার, বন্ধু, সহপাঠী কিংবা সহকর্মীদের ভীরে নিজেকে সদা হাসিখুশি একটা মানুষ হিসেবে তুলে ধরতে ব্যস্ত থাকে ৷আজ সবাই নিজের দুঃখ অপরের কাছে লুকিয়ে রাখতে ব্যস্ত, কেননা মানুষ দুর্বলতা নিয়ে মজা করে ৷ আজ কাউকেই বিশ্বাস করে কিছু বলা যায় না, পাছে না সেই কষ্ট দেয় ৷ সব মানুষেরই নিজস্ব একটা জীবন, পছন্দ ও মানসিকতা থাকে ৷ কেউ কারও জন্য পায়ে শিকল বেঁধে নিজের পছন্দ বিসর্জন দিতে চায় না ৷ তাই মানুষ আরও বেশি একা হয়ে যাচ্ছে সে ছেলে হউক আর মেয়ে ৷ আজ আত্মত্যাগী মানুষের সংখ্যাও কম ৷
তারপরও মানুষ সঙ্গী খোঁজে, একাকীত্বের অভিশাপ থেকে বাঁচতে চায় ৷ কাউকে বেশী ভাল লেগে গেলে নিজের ব্যক্তিত্বকেও হারিয়ে ফেলে ৷ সবাই সুখ চায় কিন্তু ভাগ্যবান হয় কতজন!
মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা চিন্তা করে ছাত্রজীবন শেষ করে চাকুরী নিবে, পরিবার দেখবে, টাকা জমিয়ে বিয়ে করবে ৷ কিন্তু তাতেও অনেক সমস্যা, মেয়ে হলে দেখতে সুন্দর হতে হবে আর ছেলে হলে কত বেশী আয় করে ৷ সবদিকে অশান্তি ৷
তাই দিন শেষে সবাই একা ৷