তুমি না হয় সকালের সূর্য হয়েই এসো
পুব সীমান্তে আমি অপেক্ষারত থাকবো
তোমায় বরণ করতে।
পুরো দিনটা মাথায় করে ঘুরবো
পশ্চিমা আকাশটা পর্যন্ত।
পুরো পৃথিবী দেখেবে আমার ভালোবাসা,
আমি ঘাম মুছবো না।
তোমার দেয়া ভালোবাসা উপচে পড়বে শরীরজুরে,
আমি ক্লান্ত পথিক হব না,
ভালোবাসায় কেউ ক্লান্ত হয় না।
আমি সন্ধ্যাকালীন প্রদীপ জালাবো না,
তোমার দেয়া শেষ রক্তিমাটুকু গায়ে জড়িয়ে
পশ্চিমা আকাশের সীমান্ত থেকে ফিরে আসবো।
আমি পুবের আকাশটায় প্রার্থনায় রত থাকবো।
তুমি আবার কখন আসবে সকালের সূর্য হয়ে,
আর ভাববো; কেনো অস্তমিত হতে হয়!
তুমি ও কি আমার জন্য অপেক্ষারত থাকো সকালের প্রার্থনায়?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮