অন্তিম মুহূর্ত
মায়া বাড়ছে
জানালার গ্লাসটা একটু খুলে দিবে?
সদ্য পুষ্পিঠ রক্ত জবা!
প্রথম দেখেছিলাম সেদিন তোমার খোপায়
আজ যেন দূর থেকেও দেখছি তারও দিগুণ মায়ায়।
ঘন মেঘ কেটে ঝরিতেছে বৃষ্টির ছটা
ভিজিতেছে তাহাতেই রক্ত জবা।
এযে ভিজে ওঠা তোমাতে প্রথম দেখা;
খোলা চুলে স্নানটি সেরে এসেছিলে শয্যার দারে,
ভিজেছিলাম আমি সেদিন টুপটাপ চুলের জলে।
শীতল হস্তে চোখ নামিয়ে,
ঠোঁটর কোনে ঠোঁট ছুঁয়েছিলে...
নিথর দেহখানার সচ্চল নেত্রভাজে
কতকিছুই না ঘুরপাক খায়!
অন্তিম মুহুর্তের বেড়ে ওঠা মায়ায়,
জানালার কাছে আটকে যায়
একটি ফুটন্ত রক্তজবায়।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০