আমি সতেরো পৃষ্টার উপন্যাস লিখব
প্রথম পাতা খালি পরে থাকবে,
দ্বিতীয় পাতায় নিরবে পায়চারী।
তৃতীয় পাতাই সূচনা হবে
দেখা যাক শেষের পাতায় হারি নাকি জিতি।
প্রেমের পাতায় লিখব বলেই
একি কলমের কালি শেষ!
হিজিবিজিতেই কেটে গেল চতুর্থ পাতাটার রেশ।
পঞ্চম পাতায় গোলাপের পাপড়ি
ষষ্ঠ পাতায় শিহরণ।
সপ্তম পাতায় সাত সমুদ্দুর
দিয়েছিলাম তোমার জন্য পারি।
অষ্টম পাতায় চোখে চোখে দিন যে হয়ে যায় শেষ
না হয় আজ সূর্যাস্তের পরই ফিরব বাড়ি।
নবম পাতায় হাতে হাত রেখে প্রতিঙ্গা করে
দুজনেই এভাবে সারাজীবন চলতে রাজি।
দশে দশ প্রেম জমে ক্ষীর
এগারতে আবার লুকোচুরি।
বারোতে তুমি ধরা দিলে এসে
তেরোতে ঝরাঝরি
চৌদ্দতে চুমুর রেশ কেটে না উঠতেই
পনেরোতে চির আড়ি।
পনেরো পৃষ্ঠা জুরেই ছিলে একমাত্র সেই তুমি
বাকি পাতাগুলোয় পরে থাকলো শুধু
আমার কান্নার আহাজারি।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯