আনন্দে হু হু করিতে লাগিল
চুমু খাবি?
যেখানে লজ্জায় লাল হইবার কথা ছিলো
র্নিধিদ্বায় আকাঙ্ক্ষা মিঠাইতে পা ফেলা
প্রশ্নিনু আবার, এ ঠোঁটে মধু নেই পুরোটাই বিষ।
চমকিলো নয়ই বটে, উত্তরিনু মোরে
এসেছি আমি শশ্মানের ঘাটে যৌবন ফেলে
ছাড়িয়াছিলাম ধরণি সেদিন মধুর চুমু খেয়ে।
আজি না হয় আবার ধ্বংসীবে বিষের চুমুতে
আত্নার আবার মৃত্যু কিসের?
সে তোহ মৃত্যুঞ্জয়
গভীর চুমোয় জয় করে বিষক্ষয়।
তবে হে আসো উজাড় করিয়া যৌবনের জোয়ার
উজান ভাটি সবই পারাপার।
মধ্য রাতের নিশিতে আবার
স্তনপানে মদ্য খেলাত মাতোয়ারা
তোমার বিষের ঠোঁট করেছি জয়।
বিকেল ঘরালেই পুড়িবে চিতায়
মনশ্চক্ষু নয় সাঁচ্চা,
মরিয়াছিলাম আমি এইসা চুমুতে
আজি যে তোমারি পালা।
সূর্য উঠিলো পুবের আকাশে
আমারি বিদায়ের ক্ষণে,
দেখা হবে তোমায় আমায় সন্ধ্যার লগনে।
আত্নায় আত্নায় জমবে মনহরা,
শ্বশ্নানের ঘাটে যৌবনের পালে চলবে চুমুর খেয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২