আত্মবিশ্বাস যখন বালির বাধের মত ভেঙ্গে যেতে থাকে তখন আর কিছুই করার থাকেনা । ইচ্চে গুলো ক্রমান্নয়ে বিসর্জিত হতে থাকে । একে একে স্বপ্ন গুলো চোখের সামনে ডুবে যায় ।
(ছবি গুগল থেকে সংগৃহীত)
নির্লিপ্ত চোখে চেয়ে থাকা ছাড়া কিছুই করার থাকেনা । যেন কিছুই হয়নি সকল স্বপ্নের মৃত্যুর সাথে সাথে ব্যাক্তিত্বেরও মৃত্যু ঘটে । ভেতরের রক্তক্ষরণ বাইরের নিরবতা দিয়ে মুছে ফেলতে হয় ।
পৃথিবী নামক নদীর তিব্র স্রোত থেকে ধীরে ধীরে গড়ে তোলা যে বাধ দিয়ে লালিত স্বপ্ন গুলো স্বযত্নে আগলে রেখেছি তা প্রায় ভেঙ্গে যাওয়ার দারপ্রান্তে । বেচে থাকাটা স্বার্থকতা নয়, বাচার মত বেচে থাকাটাই স্বার্থকতা । তবুও দাড়িয়ে থাকব, রক্তক্ষরণ সামলেই দাড়িয়ে থাকব, নূতন করে স্বপ্ন বোনার আশায় নয়, কিছু স্বপ্ন বেচে থাকার আশায় অথবা শেষ স্বপ্নটাও শেষ হয়ে যাওয়ার প্রতিক্ষায় । আর যাই হোক স্বপ্নছাড়া মানুষ, বেচে থাকতে পারেনা ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০