(ছবি সংগৃহীত )
যদি বয়স বাইশ থেকে ছাব্বিশের মাঝে হয় এর মানে একটি ড্রাইভিং লাইসেন্স, একটা ব্যাংক একাউন্ট, একটা ফুল টাইম না হলেও পার্ট টাইম জব যদিও সেটা খুব সামান্য বেতনের ও হয়, ও একটা পাসপোর্ট থাকা খুব জরুরী। এডাল্ট একটা মানুষের লাইফ এগুলা ছাড়া চলেনা।
১৮ বছর বয়সে মানুষ দুনিয়া ঘুরে ফেলে, বিশ্ব জয় করে, আর তোমাদের বাবা মা পারলে তোমাদের এডাল্ট বয়সেও এডাল্ট ডায়পার পড়ায় ফিডার মুখে গুজে রাখে। এটা করনা, সেটা করনা, এখানে ওখানে যাওয়ার দরকার কি! তুমি ছোট এগুলা নিয়া কথা বলনা, আর কত কি! এই দেশে জন্মে জিবন জিনিস সেটা বুঝার আগেই দুনিয়ার মায়া ছেড়ে ওপারে পারি দেয়া।
তোমাদের অনেকের পাসপোর্ট আছে কিন্তু সেটি তেমাদের জিম্মায় নাই, পিতা মাতার জিম্মায় আলমারিতে তালাবদ্ধ! তোমদের নিজস্ব টাকায় আমার নেপাল ,ভূটান ,ডাউকি বা দার্জিলিং যেতে ইচ্ছা করে, সেটি করা যাবেনা। নেপাল ভুটানে তো সবাই ধর্ষনকারী না এই দেশে অসংখ্য টুরিস্টরা যায়। সব দেশের মানুষ তো আমাদের দেশের মত অসভ্য না!
তোমাদের অনেকের নামে ব্যাংক একাউন্ট আছে কিন্তু তাতে তোমাদের কোনো এক্সেস নাই। কি দরকার? কেন নিজের একাউন্ট লাগবে? একটা তো তোমার নামে আছেই। টাকা আমার কাছে জমা রাখো, এমন কি টাকা যে ব্যাংকে রাখা লাগবে, কেন রে ভাই? তোমরা কি কোনো অন্যায় কিছু করতে চাইছ? তোমাদের স্বল্প আয়ের টুকু জমিয়েই কিছু করতে নিলে এত সমস্যা হবে কেন?
এগুলা করার ক্ষেত্রে ছোট হইলেও মেয়েদের বেলা তারা সবাই বিবাহ উপযুক্ত! বিবাহের বয়স হয়ে পার হয়ে যাচ্ছে! কিন্তু তার নিজস্ব পাসপোর্ট, একাউন্ট, ড্রাইভিং লাইসেন্স ও ট্রাভেলিং এর বয়স হয়নাই! যেন বিবাহ দিয়া জগতে মেয়েদের এডাল্ট বয়স ঠিক করা হয়! কার্বন ডেটিং এর মত। কার্বন ডেটিং দিয়া যেমন ফসিলের বয়স নির্ধারন করা হয়! বিয়া হইল মেয়েদের কার্বন ডেটিং!
তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, এই টাইপ বুলশিট জিনিস মাথায় না নিয়ে বলব- find your passion.. যেটা পড়তে মন চায় সেটা নিয়া পড়! সেটা যদি হিটলারের জীবনী নিয়া অনার্স করার ইচ্ছা হয় তাহলে তাই! আমার আপত্তি নাই!
sing and Dance.. art and Play, soar and fly... find what u love...দুনিয়ার ডাইভার্সিটি কে জানো ও সম্মান করতে শিখ! কাজ কাম কর, উপার্জন কর, সেইটা দিয়া এঞ্জয় কর!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২