ছবি গুগল থেকে সংগ্রহীত
ঈদের দুয়েকদিন আগের অগ্রিম টিকিটের জন্য হাহাকার করবেন ঘরমুখো যাত্রীরা। সড়কে দুর্ভোগের শঙ্কায় যাত্রীরা টিকিটের জন্য ভিড় করবেন বিভিন্ন স্টেশনে। রাজধানীর কমলাপুর রেশস্টেশনসহ বিভিন্ন বাস স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে দেখা যাবে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবে টিকিটের অপেক্ষায়।এদের মধ্যে কেউ আসবে রাতেই, কেউবা সেহরি খেয়ে।
কিন্তু লাইনে থাকা সবার উদ্বেগ একটাই কাঙ্ক্ষিত টিকিট পাবো তো। এদিকে দীর্ঘ লাইনে অপেক্ষার পর অনেকে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে আবার উচ্ছ্বসিত হবেন অনেকেই। চোখে-মুখে থাকবে হাসির বন্যা। ঈদের সময় মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও নানা দুর্ভোগের কথা চিন্তা করে অগ্রিম টিকিটের প্রতিই নগরবাসীর ঝোঁক বেশি থাকে।
ছবি গুগল থেকে সংগ্রহীত
ঈদে সবার সঙ্গে ঈদ পালন করার জন্য ঘরমুখী হবেন অনেক মায়ের আদরের সন্তান। হয়তোবা বাধ সাধবে সেখানেই, যেখানে কালোবাজারিদের হাতে কিছু টিকিট চলে যাবে। আর এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে যাতে সাধারণ মানুষ ঝামেলাহীনভাবে যেন অগ্রীম টিকিট সংগ্রহ করতে পারেন সে বিষয়ে বিশেষ নিরাপত্ত ও সার্বিক সহযোগীতা করেন।
ছবি গুগল থেকে সংগ্রহীত
সম্নানীত পরিবহন মালিক-শ্রমিক সবার প্রতি অনুরোধ রইল সামান্য বেশী মুনাফার লোভে অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকুন, বিশেষ করে অনুরোধ রইল লঞ্চ মালিকদের প্রতি কোন মতেই যেন লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করেন। প্রতি বছরই দেখেছি নানা দুর্ঘটনায় শত শত মায়ের বুকফাটা আর্তনাদ্। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৪