ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে কোন সমস্যা নাই
=====
ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে কি সমস্যা? কোন সমস্যাই নাই। বরং দলের জন্য ভালো।
১)বেশি ডোনেশন আসবে।
২)বেশি টিকেট নমিনেশন বিক্রি হবে।
৩)বেশি টাকা খরচ হবে।
আর এমপি হওয়ার পর তারা আরো উন্নত করবে দেশে।যেমন।
১) দেশে আরো মিল ফ্যাক্টরি গড়ে তুলবে।
২)শিল্প এলাকা গড়তে তারা নদী নালা খাল বিল যেসব জায়গাতে পানি উঠে, পানি জমে সব দখল করে ভরাট করে দিবে।
৩)কৃষি জমিতো কোন কাজের না। সব জমি দখলে নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে।
৪)নিজেরা দেশে অনেক টাকা বাইরে পাঠাবে।
৫) কৃষকের বাড়ি ঘর সব জায়গাতে শুধু কারখানা হবে।
৬) দেশে চারদিকে শুধু শিল্প এলাকা থাকবে। কত ভালো।
৭)ঋণ নিয়ে তারপর ব্যাংক কে আর ফেরত দিবেনা। কারন দেয়ার কি দরকার? এম পি সাহেব ই তো।
৮) দেশে সব জায়গায় জমির দালাল রা জমি দখল করবে আর হাউজিং এলাকা গড়ে তুলবে।ফ্ল্যাট বিক্রি করবে। দেশ উন্নত হবে।
কত কি হবে।
৯)দেশে ধনীর সংখ্যা আরো বৃৃদ্ধি পাবে।
১০)সুপার ধনী বৃৃদ্ধি পাবে আমেরিকার চাইতেও বেশি হবে।
১১)নিজের এম পি, মন্ত্রী হওয়ার ক্ষমতা খাটিয়ে নিজের ব্যবসা আরো বৃৃদ্ধি করবে। আয়কর, আমদানি সুল্ক, রপ্তানি সুল্ক, দেশে উৎপাদন বলে কর ফাকি, সব ভালো কাজ গুলো করবে।
১২) আর কি চাই?
১৩)আপনি ১০০০..টাকায় শার্ট কিনবেন? ১৬০টাকা ভ্যাট ধরিয়ে দিবে দোকানি।
১৪)ব্যবসায়ীরা ব্যবসা বৃৃদ্ধি করতে নিজেদের মতো করে বাজেট প্রণয়ন করবে। ব্যবসা কি করে বাড়ানো যায়। কিভাবে সহজ শর্তে বেশি টাকা লোন নিয়ে ব্যাংকের টাকা মেরে খাওয়া যায়।
১৫)নিজেদের সম্পদ কিভাবে অনেক হাড়ে বৃৃদ্ধি করা যায়।
এই হল লাভ।ভাই তাই সবাই বলুন
ব্যবসায়ী নেতা হলে কোন ক্ষতি নাই।।।
১৬)দেশে বেসরকারি স্কুল কলেজ, ভার্সিটি অনেক হাড়ে বৃৃদ্ধি পাবে।
১৭) ব্যবসা নির্ভর বাজেট হবে।।
১৮) ছাত্ররা সরকারি কলেজে ভর্তি হতে চাইলেও তাদের বেসরকারি কলেজে ভর্তি করতে ফোর্স করা হবে। ( এখন অনেকে প্রশ্ন করবে প্রমান কি? প্রমান হল ইন্টার এর ভর্তি আর অনার্স ভর্তি, সরকারি কলেজে সিট কম. বেসরকারি কলেজে সিট বেশি)))
১৯) বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে হবে। কারন সরকারি হাসপাতালে কিছুই থাকবে না।
২০) পুরাতন যতো নেতা আছে। সম্পদ কম। মানুষের জন্য রাজনীতি করে।। এরা রাজনীতি হতে বহিস্কার হবে। তাদের আর দেখা যাবে না। দেখা যাবে বড় বড় ব্যবসায়ী নেতা।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১