১) ট্রাফিক মোড়ে আমার রিক্সা থামলো, চার রাস্তার মোড়, চারজন ট্রাফিক পুলিশ ডিউটি পালন করছে। তারা এতো চেষ্টা করেও এই বাইক চালকদের থামাতে পারছেনা। দেখুন চার জন ট্রাফিক। অটো রিকশা গুলো হাতের ইশারা না মেনেই ক্রস করতে চাইছে। এক জনের হাতে একটা লম্বা কলম। এগুলো মেলায় পাওয়া যায়। তো আমাদের এই ট্রাফিক ভাই গুলো বয়সে যুবক। এমন কি শক্তিধর থাকার পরেও মুখে, হাতে কোন ভাবেই এই চালকদের বুঝাতে পারেনা। ভাই এটা চার রাস্তার মোর। আগে একদলকে যেতে দাও তোমাদেরকেও যেতে দেয়া হবে।
একটি রিকশা এসে সামনে থামলো। বাইক টা আরেকটু হলে ট্রাফিক অফিস্যার কে ধাক্কা মারতেই যাচ্ছিল। ভাগ্য ভালো সময় মতো সরে গেছে
শুনেছি সরকার নাকি ট্রাফিক আইনে পরিবর্তন আনবে, ট্রাফিক না আধুনিক ভাবে উন্নত লাইট সিস্টেম আনবে লাইট থাকবে, আর ট্রাফিক থাকবেনা। যে জাতি চার চারজন যুবক ট্রাফিক কে দেখেও। না দেখার অভিনয় করে সে জাতিকে শুধু লাইট কি করে থামাবে?
২)একজন ভাই ৩,৪ দিন ধরে পরিবেশ, নদী রক্ষা, আবাসিক এলাকা রক্ষা নিয়ে খুব লিখছে নাম তার আব্দুল্লাহ আল মামুন বেচারা তার লেখা কোন মন্তব্য তো নাই ই।
কেউ পড়েও না। আমি বলিকি ভাই বাদ দেন। এই জাতি শুধু চটপটি নিউজ খুঁজে।
কয়দিন আগে ছিলো কামাল হোসেন আর তাদের জোট, এখন আসছে সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা। কেন কিভাবে তারা কোন দলে যোগ দিচ্ছে? কেন তারা দলে যোগ দেয়ার আগে দেশের প্রতিটা জনগনকে জিজ্ঞাস করলো না? এসব।
হায়রে কে কি দল করবে এইটাও বলে কয়ে করতে হবে।
কেউ ভাবেনা মাশরাফি ভাই যেমন খেলার মাঠে জীবন বাজি রেখে অধিনায়ক এর কর্তব্য পালন করেছে। তাকে কেন এমন করে প্রশ্ন করার কারন কি?খেলায় যে মানুষটা জীবনে এতো ত্যাগ শিকার করলো তিনি নেতা হলে ক্ষতি কি? আমিতো মনে করি এটা আমাদের লাভ হবে আরো।।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩