আগে ভাবতাম ব্লগে লিখে খুব? ভালো। এখানে লেখার স্বাধীনতা আছে। আছে তথ্যবহুল লেখা । আর এখানে ফেসবুকের মতো লাইক কম্যান্ট কে প্রাধান্য দেয়না মানুষ। এখানে ভালো কিছু তো আছেই। এখন দেখি পুরাতন কোন লেখক ই আর ব্লগে নাই। অনেক ফেসবুকার
ব্লগ দখল করে নিয়েছে। তারা যা তা লিখে। কোন প্রমান নাই, তথ্য নাই। আর একচেটিয়া ভাবে রাজনীতিতে নামতে চাচ্ছে বুঝি কেউ কেউ। আমাদের কতজনের হাল খুব খারাপ। ব্লগার গন মৌলিক লেখা বাদ দিয়ে খবর লেখা শুরু করেছে। আর পেপারের খবর ইডিটিং করে কপিও মারে অনেকে। কষ্ট লাগে । বাচ্চা ছেলেদের মতো আচরণ দেখে আর ফেসবুকের লেখকদের মতো আচরণ দেখে। আমাদের কাজ যদি হয় তোষামোদ করা। তাহলে রাজনীতিতে গিয়ে ভাইদের পিছনে ঘুরলেই হয়। অনেকে আবার ধর্ম নিয়ে যা তা লিখে মনে করে এটা অধিকার। আবার অনেকে মনে করে রাজ নেতাদের চাটুকারিতা করলে আগামী নির্বাচনে সে এম পি হওয়ার টিকেট পেয়ে যাবে ফ্রিতে।
আরেক দল আছে ভাল লিখেছ। না পড়েই। কি লিখেছি, যে লিখেছে কি লিখেছে? না দেখেই। আরে ভাই আগে দেখো তারপর বল। এইস এস সি তে পড়ার সময় আমি দেখেছি পৌরনীতি বই আর অর্থনীতি বই দুই প্রকার হয়।
১) সরকারের পক্ষে
২)সরকারের বিপক্ষে। ভাই সহজ একটা কথা এই দুই বই কোনদিন ইতিহাস নয়। এগুলো রাজনৈতিক ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞান বই লেখক বেধে বই আলাদা হয়। কারন এটা যার যেমন বিশ্বাস সে তেমন লেখে। তাই ইতিহাস ইতিহাস হয়। রাজনীতি রাজার নীতি। আর লেখক হতে হবে নীরপেক্ষ তা হয়না। কারন আছে অনেক।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮