একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কোন জিনিস আমরা খুব দ্রুত টাইপ করি? এর উত্তর ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করুন আপনার জন্য চমক আছে! কিছুটা হলেও বিনোদনের ব্যবস্থা আছে!! আশা করি ঠকবেননা......!!
উপরের প্রশ্নের উত্তর কোনটা রেখে কোনটা বলবেন এই চিন্তায় আছেন? তাহলে বাদ দেন আমরা না হয় পড়ে জেনে নিব। এখন আসল মজায় আসি, কি বলেন!!
পোষ্টের প্রথম অংশে শুধু প্রশ্ন এবং শেষে আছে উত্তর। প্রশ্ন পড়ে আপনার উত্তরের সাথে সঠিক উত্তর মিলাতে পোষ্টের নিচে উত্তরের অংশে চলে যান। আবার পরের প্রশ্ন শুরু করুন।
নিচে চারটি প্রশ্ন আছে ঝটপট উত্তর দিতে হবে!চিন্তা করার কোন সুযোগ নাই......চলুন দেখি আপনি কতটা চালাক! প্রস্তুত আপনি? চলুন—
১। মনে করুন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় আছেন এবং এইমাত্র দ্বিতীয় স্থানে থাকা লোকটিকে অতিক্রম করলেন। তাহলে বলুন তো......আপনার পজিশন এখন কত?
উত্তর মিলিয়ে আসুন প্লিজ!
এখন দ্বিতীয় প্রশ্নে চলে আসি। এই প্রশ্নের উত্তর দিতে বেশী সময় নেয়া যাবে না। ১ম প্রশ্নের চেয়েও তাড়াতাড়ি চিন্তা করতে হবে-
২। আপনি যদি শেষ লোকটিকে অতিক্রম করেন তা হলে আপনার অবস্থান কত হবে?
উত্তর মিলিয়ে আসুন প্লিজ!
৩। প্রশ্নটি গণিত রিলেটেড এটার উত্তর দেয়ার জন্য কোন ক্যালকুলেটর বা খাতা কলম ব্যবহার করা যাবে না। অর্থাৎ মনে মনে করতে হবে!! তাহলে শুরু করি-
আপনার কাছে ১০০০ টাকা আছে এর সাথে ৪০ টাকা যোগ করেন। এখন এর সাথে আরো ১০০০যোগ করেন। আবার ৩০ যোগ করেন। পুনরায় ১০০০ যোগ করেন। আবার ২০ যোগ করেন। পুনরায় ১০০০ যোগ করেন। আরো ১০ যোগ করেন। কত হলো বলেন তো?
উত্তর মিলিয়ে আসুন প্লিজ!
আজকের দিনটা সম্ভবত আপনার না!! যাক কি আর করা!! আমরা চলে আসি পরের প্রশ্নে, সম্ভবত এটি শেষ প্রশ্ন!
৪। মেরীর বাবার ৫ মেয়েঃ 1. মেনি 2. বেনী 3. পনি 4. মিনি । চিন্তা করুন তো তার আরেক মেয়ের নাম কি হতে পারে?
উত্তর মিলিয়ে আসুন প্লিজ!
ঠিক আছে তাহলে একটা বোনাস প্রশ্ন করি!
বোনাস প্রশ্নঃ
একজন বোবা লোক দোকানে গেল টুথব্রাশ কিনতে। সে তার দাঁত বের করে অঙ্গভঙ্গি করে দোকানদারকে বুঝাতে সক্ষম হলো যে তার টুথব্রাশ দরকার এবং কিনে নিয়ে চলে এল। পরে দোকানে ডুকলো এক অন্ধ লোক সানগ্লাস কিনবে বলে। এবার বলুন তো এই লোকটি দোকানদারকে কিভাবে বুঝাবে যে তার সানগ্লাস দরকার।
উত্তরঃ
১। আপনার উত্তর যদি হয় প্রথম তা হলে উত্তরটি ভুল। কারন আপনি দ্বিতীয় স্থানে থাকা লোকটিকে অতিক্রম করে তার স্থান দখল করেছেন তাই আপনার অবস্থান দ্বিতীয়।
২। এর উত্তর যদি দিয়ে থাকেন যে, আপনি শেষ দিক হতে দ্বিতীয় তা হলে আপনি পুনরায় ভুল উত্তর দিয়েছেন। আপনিই বলুন কিভাবে আপনি শেষ ব্যক্তিকে অতিক্রম করবেন? শেষ ব্যক্তিকে অভারটেক করা যায় না!
৩। আপনার উত্তর যদি ৫০০০ হয় তা হলে আপনি আবারো ভুল উত্তর দিলেন। যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে দেখুন উত্তর হবে ৪১০০।
৪। খুব সহজ প্রশ্ন হয়ে গেল, তাই না! উনার আরেক মেয়ের নাম তো মেরী...
বোনাস প্রশ্নের উত্তরঃ
আপনি কি মনে মনে কোন অঙ্গ ভঙ্গির ধারনা করে ফেলেছেন? তা হলে আপনার উত্তর ভুল। কারন অন্ধ লোকটি তো বোবা না যে কথা বলতে পারবেনা!!
শুরতে যে প্রশ্ন তার উত্তরঃ আমরা আমাদের পাসওয়ার্ড সবচেয়ে দ্রুত টাইপ করি। (আপনার উত্তর ভিন্নও হতে পারে!!)
এতক্ষণ পন্ডিতি দেখানোর জন্য দুঃখিত। কারো কমন পড়লে আমি দ্বায়ী না, কারন এটা নেট থেকেই কালেক্ট করা।
সবার জন্য শুভকামনা!!!!!!
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১২ রাত ১২:১১