"স্বপ্ন" খুবই ছোট্ট একটি শব্দ,কিন্তু খুবই জটিল।
স্বপ্নের মাঝে রয়ে গেছে হাজারো ধরনের জটিলতা।স্বপ্ন তার জটিল জাল বিস্তার করে মানুষকে চারপাশ থেকে ঘিরে রেখেছে।মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি প্রয়োজন স্বপ্নের।স্বপ্নহীন মানুষ কখনো ভালোভাবে বাঁচতে পারে না।
একজন মানুষ যখন জীবনের সমস্ত দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে হতাশ হয়ে পরে,যখন সে বেঁচে থাকার কোন মানে খুজে পায় না তখন স্বপ্নই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়।
স্বপ্নই তাকে নতুন পথ দেখায়।
স্বপ্নই সেই হতাশাগ্রস্থ মানুষটির পাশে দাঁড়ায়।
তাকে নতুন করে বাঁচতে শেখায়,জীবনকে নতুন করে ভালোবাসতে শেখায়।
কোন মানুষটাই বা স্বপ্ন দেখা থেকে বিরত থাকে?
সবাই স্বপ্ন দেখে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করা শ্রমিকও স্বপ্ন দেখে,দুই বেলা পেট ভরে খাওয়ার।সপ্তাহে না হলেও মাসে অত্যন্ত একবার পোলাও মাংসের স্বাদ নেয়ার।
সারাদিন রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে যে কৃষক ফসল ফলায় সেও স্বপ্ন দেখে ফসলের ন্যায্য মূল্য পাওয়ার।
চারপাশ থেকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে রাখা অভাব দূর করার স্বপ্নও তার মনে উকি দিয়ে যায়।
উত্তাল সমুদ্রে সাথে লড়াই করে মাছ ধরে চলা জেলেও স্বপ্ন দেখা থেকে বাদ যায় না।আরো বেশি সময় মাছ ধরে বাড়তি টাকা পেলে ছেলেকে শুটকি পল্লী থেকে ছাড়িয়ে স্কুলে পাঠাবে।নিজের ছেলেও তার মতো জেলে হয়ে থাকুক এটা সে কখনোই চায় না।
বয়ঃসন্ধি পার করতে থাকা লাজুক কিশোরীটি স্বপ্ন দেখে একটা সুন্দর সাজানো গোছানো সংসারের।
দ্রুতগতিতে কাপড় সেলাই করতে থাকা গার্মেন্টস কর্মীটিও স্বপ্ন দেখে একদিন সেও এরকম সুন্দর জামা পরবে।
সারাদেশ ঘুরে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থীটি স্বপ্ন দেখে ভালো কোন জায়গায় পড়ার।
বিশ্ববিদ্যালয়ে দুইবার ইয়ার ড্রপ খাওয়া ছেলেটিও স্বপ্ন দেখে ভালো রেজাল্ট করার।
বেকারত্বের অভিশাপে অভিশপ্ত বেকার যুবকটিও স্বপ্ন দেখে ভালো একটা চাকরি পাওয়ার।প্রথম মাসের বেতন পেয়েই বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি আর ছোট বোনটির জন্য লাল টুকটুকে জামা কেনার।
প্রতিরাতে মুখে গাঢ় করে পাউডার মেখে,গায়ে কড়া পারফিউমের ছোঁয়া লাগিয়ে যে নারীটি খদ্দরের আশায় দাঁড়ায়;যাকে কথিত ভদ্র সমাজ পতিতা বলে নাক সিটকায় সেও স্বপ্ন দেখে।সেও স্বপ্ন দেখে নতুন করে বাঁচার,সমাজের আট দশটা মানুষের মতো স্বাভাবিকভাবে জীবন ধারণ করার।
কেউই স্বপ্ন দেখা থেকে বিরত নয়।
স্বপ্ন পূরণ হওয়ার কোনো নিশ্চয়তা না থাকা সত্ত্বেও মানুষ স্বপ্ন দেখে।
মানুষ বড্ড বেশি স্বপ্ন বিলাসী।
২-২-১৬