সুহাসিনী,
আমি অবহেলায় বাঁচতে চাই নি।
ধূলিকণা হয়ে পরে থাকতে চাই নি তোমার উর্বর মস্তিষ্কের নিউরনে।।
আমি চেয়েছিলাম অনুর্বর তোমাকে যার দরকার হবে প্রতিটি মুহূর্তে আমাকে।।
আমি মাএ কয়েকটি দিন শাসন করতে চাই নি তোমায়।
শাসন করতে চেয়েছিলাম ব্রিটিশদের মত যেভাবে তারা করেছিল বাংলাদেশকে ২০০ শত বৎসর।
পশ্চিম পাকিস্তানের মুহাম্মদ আলী জিন্নাহ্'র মত জোর করে তোমার ভাষা'র স্বাধীনতা কেড়ে নিতে চাই নি।। চেয়েছিলাম সমঝোতা।।।
আমি চিতাবাঘের ন্যায় ক্ষিপ্র গতির ভালোবাসা চেয়েছিলাম। পিঁপড়ের মত করে নয়।।
চেয়েছিলাম সিংহের মত করে আগলে রাখতে যেভাবে সে সিংহী কে রক্ষা করে প্রতিটি বিপদ থেকে।।।।
চাঁদের মত শান্ত ভালোবাসার দরকার ছিলো না আমার।। আমি চেয়েছিলাম সূর্যের মত প্রখর তাপের ঝলসানো ভালোবাসা।।।
পুঁড়ে ছাঁই হতে চেয়েছিলাম সেই খরতাপে।।
আমি তো ডোবার পাড়ে পরে থাকা সহজলভ্য শামুকের মত ভালোবাসা চাই নি।।। চেয়েছিলাম সমুদ্রের গভীরে ঝিনুকে রক্ষিত মুক্তোর ন্যয়।।।
আমি সবশেষে চেয়েছিলাম তোমার মুখে বাঁকা চাঁদটার মত হাসি।।