সময়ঃ অন্তহীন
ঘটনাঃ কেয়ামত সংঘটিত।
কেয়ামতের শেষ।
মানব ও জ্বীন জাতির পুনরোত্থান, হাশর নশর হিসাব নিকাশ ও বিচার আচারাদি সকল সুস্ট ভাবে সম্পন্ন হইয়াছে.......
এক অন্তহীন সময়ের শুরু, বেহেশত লাভকারি নারী পুরুষগন লাইন ধরিয়া স্ব স্ব মর্যাদা মত হাসিমুখে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইম,জান্নাতুল খুলদ ইত্যাদিতে প্রবেশ করিতেছেন ...বেহেশ্তের হুরের স্বছ বসন পরিধান করিয়া পুস্প বর্ষন আর তকবীর এ তাহরিমা দিতে দিতে তাহাদিগোকে স্বাগত জানাইয়া নিয়া নিজোনিজো কুঞ্জে লইয়া যাইতেছে। গেলমানেরা ঘুরিয়া ঘুরিয়া তাহাদের বাইসেপ ফুলাইয়া সকলের দৃস্টি আকর্ষন করিতেছেন। হুদহুদ পাখির মিস্টি কিচিরমিচিরে মুখরিত বেহেশ্তাঙ্গন।
সৃস্টি ও বিলয়ের কঠিন কর্মযজ্ঞ আর বিচারের হিসাব নিকাশের ঝামেলা শেষে আরশে আজিমের অধিপতি আসনে হেলান দিয়া মহাজাগতিক সুরোধনি উপভোগ করিতে করিতে বেহেশ্তবাসি আদম সন্তানদের শিশুর ন্যায় আনন্দ দেখিয়া হাসিতেছেন। সিংহাসন বহনকারি ফেরেশতারাও প্রভুর আনন্দে আনন্দিত। বিয়ে বাড়ির ঝুটঝামেলা অন্তে খাবার বাঁচিয়া যাওয়ায় কনে পক্ষের মুরুব্বিরা যেই রুপ নির্ভারবোধ করেন খানিকটা তেমনি পরিবেশ।
অপর দিকে গোঁমড়ামুখো ক্রন্দনরত দোজখীরা ধুঁকিতে ধুঁকিতে খোঁড়াইয়া খোঁড়াইয়া দোজখের পানে চলিয়াছে। কেহ কেহ কাঁদিয়া কাঁদিয়া আরেকবারের মত সুযোগ প্রার্থনা করিতেছে। জবাবে দোজখের ফেরেশতাদের কর্কশ ধমক,আগুনে চাবুক আছড়ানোর হিসহিস শব্দ আর দোজখিদের মর্মন্তুদ অন্তর্ভেদি আর্ত চিৎকার মিলিয়া দোজখের এন্ট্রি পয়েন্টের পরিবেশ বিষন্ন হইতে বিষন্নতর হইয়া উঠিতে লাগিলো।
এমনি সময়ে,
অকস্মাৎ নরকের ৩ নং প্ল্যাটফর্মের দরজা বিকট শব্দে খুলিয়া গেলো..দোজখের দুয়ারের সম্মুখ হইতে রিট রিট !, আপিল আপিল !! ,পয়েন্ট অব অর্ডার!!! মাননীয় স্পিকার!! হাই কুট!! হাই কুট!!!সুক্ষ ষড়যন্ত্র কারচুপি !!! প্রভৃতি বাংলা শব্দও কিছু শোনা গেলো। জনৈক দোজখি হাত পা ছুঁড়িয়া আঁচড় কামড়ে ফেরেশতাদিগোকে ব্যাতিব্যাস্ত করিয়া অনবরত রোমহর্ষক হুমকি দিয়া চলিয়াছে ....
সেই গগনবিদারী আওয়াজ আরশে আজিমের দরবারে গিয়াও যেন স্বশব্দে কড়া নাড়িলো। চেঁচামেচিতে খানিকটা বিরক্ত হইয়া আরশে আজিমের সুমহান অধিপতি জিব্রিল আমিনকে কহিলেন, দেখ তো বাবা কে চেঁচায়...আদমের বংশধরদের বুঝি সুখে থাকিলেও ভুতে কিলায়!
জিব্রীল খানিক পরে উড়ইয়া আসিয়া জবাব দিলো হুজুর ৩ নং নরকের গেট বাংলাদেশের দোজখিদের জন্য বরাদ্দ... সেখানে আধহাত ঘোমটাধারী এক স্ত্রীলোক বিরাট হাঙ্গামা বাধাইয়াছে... তাহার বিকট চিৎকারে দোজখে ফেরেশতা "মাল্লিক" এর কানে কম্পাউন্ড ফ্রাকচার হইয়া গিয়াছে... তাহার দাবি তাহার সহিত সুক্ষ কারচুপি হইয়াছে। হাশরের মাঠের ইসলামি ব্যাংকের নেকির এটিএম বুথ হইতে নেকি খাইয়্যা একপাল লোক তাহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া তাহাকে দোজখে পাঠানোর চেস্টা করিতেছে !
আরশে আজিমের অধিপতি শুধাইলে কিডা সেই মহিলা ? কি চায় ? তাহাকে আমার নিকট লইয়্যা আয় ...
জিব্রিল বলিলেন ,উনি বাংলাদেশে নামের অঞ্চলের দুইবারের নির্বাচিত এক ডিজিটাল মহিলা সম্রাট.. এক্ষনি উহাকে আপনার নিকট হাজির নাজির করিতেছি খোদাপাক। বলিয়া জিব্রীল মুহুর্তে বাতাসে মিলাইয়্যা গেলো।
আরশে আজিমের সুমহান অধিপতির খাস দরবারঃ
দুঃখভারাক্রান্ত বঙ্গীয় পঞ্চসংখ্যারুপ মুখ ধারন করিয়া দন্ডায়মান শেকাচিনাকে মৃদুস্বরে খোদা জিজ্ঞাসিলেন ইয়াহ আন-নিসা! তুমি কলহ করিচ্ছ কেন !? ইখানে নো কলহ ......অনলি অনাবিল শান্তি..
শেখাচিনাঃ আকস্মিক গলা কাঁপাইয়্যা শ্লোগান দিয়া উঠিলেন " নাড়ায়ে তকবির আল্লহুয়াকবর !" "দ্বীন ইসলাম জিন্দাবাদ..."চাঁনতারা জিন্দাবাদ"!!... পরোয়ারদেগার ভয় নাই.... পুলিটিক্স ছাড়ি নাই!!
দিনের পর দিন যেই কন্ঠের আঘাতে আঘাতে একদা সুদুর অতীতে বঙ্গবাসী নাজেহাল হইয়া বিলুপ্তি পাইয়াছিলো সেই সুউচ্চ কন্ঠের ভয়ানক সনিক বুমের আঘাতে আরশে কোনে বসা দুইখানা হুদহুদ পক্ষী মরিয়া হইয়া উড়িয়া পালাইলো...তরিঘরি করিয়া দরবারের সাউন্ড প্রোটেকশন ডিফেন্স ডিভাইস চাপিয়া ধরিতে গিয়া ৩ ফেরেশতা আছাড় খাইয়া পরিয়া রহিলো.... জিব্রিল আমিন ঢোক গিলিলো আর পাক পরোয়ারদিগার তাহার আসনে নড়িয়াচড়িয়া বসিলেন।
হুজুর আমি আপনার সেই অভাগী বান্দি....আআআআমি সেই অভাগি মানব সন্তান যাহার সহিত আপনার দরবারে কেহ কেহ চুট্টামি করিতেছে... আমার সম্মুখ দিয়া ফেরাউন,নম্রুদ, হিটলার গোয়েবলস,বেনজির ভুট্টু বেহেশতে দাখিল হইয়া চলিয়া গেলো,এমনকি সেই সে গুলাপী যাহার চাইতে আমি অধিক সংখ্যকবার হজ্ব পালন করিয়াছি সেও বেহেশ্তে....! আর আমি অভাগিনী কিনা আজ দোজখের দরজার দাঁড়ানো ...
হে মহা মহিম গাফুরুর রাহিম। আপনিই বলুন.. ইহকালে আমি কি আমার জনগনকে ১০ টাকায় চাউল খিলাই নাই? ঘরে ঘরে চাকুরি দেই নাই? কুটি কুটি গিগাওয়াট বিদ্যুত দেই নাই? শেয়ার মার্কেটে বিলিয়ন বিলিয়ন ফকীরকে আমির বানাই নাই? হেফাজতকে এসলামকে আশ্রয়প্রশ্রয় টেকাটুকা দেই নাই?
বাড়ি বাড়ি সেক্যুলার মদিনার সনদ কায়েম করিবার ঘোষনা, পুরা বংভুমিকে ডিজিটাল করিয়া ছাড়িয়া দেয়া এমনকি ইলেকশনে আপনার এক মহান পয়গম্বর নুহুনবীর মার্কা নৌকাও ব্যাবহার করিয়াছি.......
তবুও কেন হে ধর্মাবতার আমার এহেনো দোজখ বাস!!?? একি তব আজ পরিহাস ....আমায়েই কেনু দিলে তুমি বাঁশ?!!!
এই এতিমের সহিত বে-ইনসাফি...কেনু কেনু কেনু!!!! (ফোঁফাইতে ফোঁফাইতে) আমার ভাই আমার ব্রাদার পিতা মাতা...
খোদাঃ রাখ ! রাখ !! রাখ!!! আর বলিস না রে.... আমি সবই জানি ...
দেখি তুর জন্য কি করিতে পারি...
এই জিব্রীল উহার খাতা খানা দে দিকিন।
(অতঃপর শেকাচিনার আমলনামা খানি গভীর মনযোগে পুনঃ নিরীক্ষন) রহমানুর রাহিম কিয়দমুহুর্ত পর মুখ তুলিয়া বলিলেন হুম! তোর বিষয়ে ভাবিয়া দেখা লাগে... তুই চালু আছিস মন্দ না.. কিন্তু তোর ভাল মন্দ মিলাইয়া দেখিলাম অল্পের জন্য ফেল করিয়াছিস গ্রেস দিয়াও পাশ করাইতে পারিলাম না,অল্প কিছু নেকির শর্ট... তবে তোর পিতার ভাল কাজের উছিলায় তুই বাদে তোর পরিবারের সকলের জন্য বেহেশতো বরাদ্দ হইলো যা গিয়া সজ্ঞলকে জানাইয়া দিয়া আয়।
শেকাচিনাঃ ইয়া রাহমান.. উহারা নাহয় সজ্ঞে গেলো তবে আমার কি হইবে ? আমি উহাদের ছাড়া কেমনে থাকিবো? :O
খানিকটা ভাবিয়া খোদা কহিলেন.. তুমাকে কিছু মৃদু শাস্তি ও নেকি কামাই শেষে বিশেষ ব্যাবস্থায় সকলের সহিত বেহেশতে দাখিল করিয়া দেয়া হইবেক... এইবেলা হাসিমুখ করিয়া দেখাও
ঊৎফুল্ল অশ্রু ভেজা চোখে হাসিমুখে শেকাচিনা জিজ্ঞাসিলেন, ইয়া পাক পরোয়ারদেগার কি সেই "মৃদু শাস্তি" জলদি উহা দিয়া আমাকে পাড় করো হে দয়াল, আপনার দেয়া তাবত শাস্তি আমি মাথা পাতিয়া লইবো ইয়া গফুরুর রাহিম... তবে উহা নিশ্চয় মৃদু হইতে হইবে..
খোদাতালা গম্ভীর স্বরে রায় ঘোষনা করিয়া কহিলেন টেনশিত হইস না.... খুবই মাইল্ড ট্রিটমেন্ট অতি আমারদায়ক ব্যাবস্থা... এসি কামরায় ,হেলানো নরম গদিতে বসিয়া বসিয়া শুধু "বেহেশতী ফেসবুকের" নিচের যে তসবির গুলি দেখিতেছিস উহাতে পরবর্তি ৩০০০০০০০০ কোটি বৎসর একনাগাড়ে লাইক মারিয়া যাইবি... প্রতি লাইক = এক কুটি নেকী লাভ ও পজেটিভ কমেন্ট= ১০ কুটি বদি মাফ । পরকালের অন্তহীন সময়ে এতো অতি সামান্য কাজ।
তোর হিসাবের দাড়িপাল্লায় পাপে পুন্যে সমান হইয়া যাওয়া মাত্র তুই ডিজিটাল পদ্ধতিতে অটোমেটিক বেহেশতে প্রবেশ করিয়া যাইবি... নে এখন এখানে বসিয়া নীচের ছবিতে লাইকানো শুরু কর.....
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------