সব দুঃখ সয়ে যাবে
সব সুখ ক্ষয়ে যাবে
পুরানো দিনের কথাও ভুলে যাবে
এত্তসব যন্ত্রনার মাঝেও
তোমার কীর্তি রয়ে যাবে।
আহা! কি যে বল না তুমি আজকাল
আমি সরমে মরমে হয়ে যাই লাল!!
সীমাহীন দুর্ভোগে যখন চলছে কাল
কাব্য রসিকতা করে কি হবে হাল?
সময়টা চিন্তা করে দেখ, কি যে বেহাল
চারদিকে চলছে আকাল।
সব দুখ সয়ে যাবে
সব সুখ ক্ষয়ে যাবে
তোমার কীর্তি শুধু রয়ে যাবে।
আহা! কি যে তোমার কথা!
বেসুরো লাগে যত্তসব আকথা
আজ তোমার কি হল,
আমার মন বলে এই সব বাজে কথা!
বিরক্ত করোনাতো?
আমি চাই স্বাধীনতা
লেখার স্বাধীনতা,
বলার স্বাধীনতা
চলার স্বাধীনতা,
তবেই তো তৈরি হবে সৃষ্টিশীলতা।
ধুয়ে মুছে যাবে সব পংকিলতা,
রয়ে যবে শুধু তোমার কীর্তিকথা।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২