চল একসাথে করি সমুদ্র অবগাহন
অতঃপর দেব পাড়ি পাহাড় বন।
স্বপ্ন ছিল দুজনে বাঁধিব ঘর
নিরাশ করে যেও না চলে
কর না আমায় পর।
আর কতকাল পরের নীড়ে রাখিব সাক্ষর
তুমি ভরসা দিলে নিজেই বাঁধিব ঘর
বেশি কিছু কি প্রত্যাশা করেছি আমি?
শুধু চাই মোর একখানা ঘর।
সাতপাঁচ ভাবার কি আছে এখন
চল একসাথে করি সমুদ্র অবগাহন
অতঃপর না হয় বাঁধিব বাসা
কাছেই আছে ঝাও বন।
সন্ধা লগনে হোক আমাদের এই পণ
প্রেম পুণ্যে চলে যাবে মোদের জীবন।
-----------
০৩/১০/২০২০
কক্সবাজার
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯