মাটির টানে মেঘেরা আজ উতলা
দিন ভর বৃষ্টি বাদল করে খেলা
সন্ধা নেমেছে ধরায় তবু থামেনি বৃষ্টির মেলা
মাটির টানে মেঘেরা আজ হয়েছে উতলা
মনে লেগেছে দক্ষিনা হাওয়ার কৃষ্ণখেলা
কভু ভাবিনি আমি যাব হারিয়ে এই অবেলা।
পাখির কুজন বলে দেয় সময় হয়েছে ফেরার
আঙিনায় নেমেছে আঁধার,
তবু কি সময় হয়নি তোমার ঘরে ফেরার ?
বসে আছি নির্জনতায় প্রতিক্ষা তোমার
তুমি আসলেই মেতে যাব হিয়ার বাধনে
গেঁথেছি যে মালা মনের গহিনে বিহনে।
কুঞ্জবনে হারিয়ে ছিলাম, খুঁজেছি প্রেম সাতকাহন
বেলা শেষের মেলায় হয়েছে যে প্রণয়
কি বলে সুধাই তোমায়,
জানা নেই কোন ব্যাকরণ।
আজ মেঘেরা করুক বৃষ্টির নাচন, মেঘ মালার খেলা
উতলা মেঘের সাথে আমিও বাজাব তবলা।
১৫/ ০৯/২০২০
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০১